Cyclone Ashani: জল দাঁড়ালেও নেমে যাবে ৩-৪ ঘণ্টার মধ্যে, দুর্যোগের প্রাক্কালে প্রতিশ্রুতি ফিরহাদের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Cyclone Ashani: আমি এখানে ঝড়ের থেকে বেশি বৃষ্টিপাত কতটা হচ্ছে তা নিয়ে ভাবনায় রয়েছি। বৃষ্টি হবে। জল জমবে। কিন্তু সেই জল তিন থেকে চার ঘন্টার বেশি দাঁড়াবে না।
#কলকাতা: অশনি আসুক, না আসুক, কলকাতা আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসতে চলেছে, এ কথা স্পষ্ট। আর তার ফলে জল যন্ত্রণার মুখে পড়তে হতে পারে কলকাতার সাধারণ মানুষকে। তাই নিয়েই এ বার আশার কথা শোনালেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম। রুবির মোড়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বললেন, "আমি সকাল থেকে অশনি ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর নজর রেখেছি। আবহাওয়া দফতরের কর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি এখানে ঝড়ের থেকে বেশি বৃষ্টিপাত কতটা হচ্ছে তা নিয়ে ভাবনায় রয়েছি। বৃষ্টি হবে। জল জমবে। কিন্তু সেই জল তিন থেকে চার ঘন্টার বেশি দাঁড়াবে না। কলকাতা পুরসভার অন্তর্গত সবকটি পাম্পিং স্টেশনের পাম্প মেশিনগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা দেখার নির্দেশ দিয়েছি। সবকটি পাম্প সক্রিয় রয়েছে। কলকাতা পুরসভার সদর দফতর এবং বরো অফিস গুলিতে পৃথক পৃথক দল তৈরি করা হয়েছে। জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত সবকটি বিভাগকে ইতিমধ্যেই তাঁদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।
কার্যত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে অশনি মোকাবিলায় লড়াই করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। সে কথা মনে করিয়ে ফিরহাদের মন্তব্য, "সোমবার কলকাতা পুরসভার পুর-কমিশনার বিনোদ কুমারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রত্যেকের সঙ্গে কথা বলে নিখুঁত পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা প্রস্তুত। আমরা সব থেকে বেশি চিন্তিত থাকি, বর্ষার জমা জলে বাতিস্তম্ভ থেকে খুলে থাকা তার নিয়ে। আমি আমার আলো বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছি সবকটি ত্রিফলা বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়ার জন্য। কোনওটার তার যেন বাতিস্তম্ভ থেকে খুলে বাইরে না থাকে। শুধু কলকাতা পুরসভার নয়। সিইএসসি এবং পূর্ত দফতরকে বলেছি তাদের বাতিস্তম্ভ গুলি থেকে তার যেন না ঝুলে থাকে। কোন মৃত্যুর ঘটনা বা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা যেন না ঘটে। আমাদের শহরের মানুষ এখনও অসচেতন।
advertisement
advertisement
জল জমার কারণ হিসাবে সাধারণ মানুষের সচেতনতার অভাবকেও কিছুটা দায়ি করেন তিনি। বলেন, প্লাস্টিক যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। রাস্তার গালিপিট গুলি বন্ধ হয়ে যাচ্ছে প্লাস্টিকের কারণে। গালিপিট বন্ধ হয়ে যাওয়ায় জল বার হতে পারছে না। ফলে শহরে জল নিষ্কাশিত হতে অনেক সময় নিয়ে নিচ্ছে। আমরা আবারও প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করব। মানুষকে বোঝাবো, প্লাস্টিক এভাবে যত্রতত্র ফেললে কলকাতা থেকে জল বার হতে পারবে না। জল আবার দাঁড়িয়ে যাবে। আপনাদের সমস্যা হবে। জল নিষ্কাশনে কলকাতা পুরসভা বদ্ধপরিকর।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 9:53 PM IST