'অনুব্রত এখনও বীরভূমের বাঘ', আদালতের নির্দেশে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
একজন কয়লা পাচার, গরু পাচারের অভিযুক্তকে বাঘ বলা নিয়ে ফিরহাদের মন্তব্যে নিন্দায় মুখর হয়েছে বিরোধী দলগুলো।
#কলকাতা: অনুব্রত এখনও বীরভূমের বাঘ, এমনটাই মনে করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। 'উপরে ভগবান আর নীচে আদালত।' অনুব্রতর দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে আদালতের নির্দেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রীর। অনুব্রত মণ্ডলের প্রশংসা করে কিছু দিন আগেই রামপুরহাটে এক দলীয় সভায় অনুব্রতকে 'বীরভূমের বাঘ' বলে অভিহিত করেছিলেন। ফিরহাদ হাকিম আজও সেই দাবিতে অনড়।
দীর্ঘদিন ধরে হেফাজতে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরবর্তী সময় তাকে ইডি গ্রফতার করে। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন করে সিবিআই। সেই আবেদন খারিজ হলেও ইডির আবেদন এদিন দিল্লির আদালতে মঞ্জুর হয়। এই ঘটনায় তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'উপরে ভগবান ও নিচে আদালত আছে। অনুব্রতর নিশ্চয়ই সুবিচার মিলবে।'
advertisement
'দিল্লি নিয়ে যাওয়া কী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন?' সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, 'আদালতের উপর বিশ্বাস আছে। আদালত কখনো অবিচার করে না।' তবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে চক্রান্ত করছে কেন্দ্র তা তিনি বুঝিয়ে দেন। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি ডাকা নিয়ে প্রথম থেকে রাজ্যের শাসকদল সিবিআই, ইডির বিরুদ্ধে সরব হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং দেশের শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে রেখেই জিজ্ঞাসাবাদ করা হোক এমনটাই দাবি ছিল তৃণমূল কংগ্রেসের। একইভাবে অনুব্রত মণ্ডলর আইনজীবীও রাজ্যে রেখে জিজ্ঞাসাবাদ পক্ষেই আবেদন করেন। সিবিআই এর আবেদন দিল্লির আদালত খারিজ করেছিল আগেই। কিন্তু ইডির আবেদন এদিন মঞ্জুর করেছে দিল্লির আদালত।
advertisement
advertisement
একজন কয়লা পাচার, গরু পাচারের অভিযুক্তকে বাঘ বলা নিয়ে ফিরহাদের মন্তব্যে নিন্দায় মুখর হয়েছে বিরোধী দলগুলো। এর আগেই রামপুরহাটের মন্তব্য নিয়ে শাসক দলের মন্ত্রীর এই মন্তব্য সম্পর্কে তীর্যক বক্তব্য রেখেছিলেন বাম কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। আদালতের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 7:32 PM IST