Firhad Hakim: কড়া নিন্দা করে বিবৃতি তৃণমূলের, বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফিরহাদ?

Last Updated:

যদিও এই প্রথম নয়, অতীতেও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিরোধীরা৷

বিপাকে ফিরহাদ হাকিম৷
বিপাকে ফিরহাদ হাকিম৷
কলকাতা: বিতর্কিত মন্তব্য করে তৃণমূলেই চাপে পড়ে গেলেন পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ দু দিন আগে একটি অনুষ্ঠানে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পুরমন্ত্রী৷ বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে৷ কলকাতার মেয়রের এই মন্তব্যে বিতর্ক শুরু হয়৷ এ দিন এই মন্তব্যের কড়া নিন্দা করে বিবৃতি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ দল যে কোনও ভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে অনুমোদন করে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷
তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, ‘গত পরশু দিন একটি অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তার থেকে তৃণমূল কংগ্রেস পরিবার দৃঢ় ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা করছে৷ এই ধরনের মন্তব্যে দলের অবস্থান এবং আদর্শের প্রতিফলন ঘটে না৷ শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের দলের দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে৷ পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনও মন্তব্যের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’
advertisement
advertisement
advertisement
যদিও এই প্রথম নয়, অতীতেও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ তবে এবার দলের মধ্যেই চাপে পড়ে গেলেন তৃণমূলের অন্যতম এই সিনিয়র নেতা৷
তবে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে শুধুই কড়া বিবৃতি না কি অন্য কোনও কঠোর পদক্ষেপও করা হবে, তা নিয়েই এখন কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷ এ বিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: কড়া নিন্দা করে বিবৃতি তৃণমূলের, বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফিরহাদ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement