Firhad Hakim: 'আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে, আমি কি ভারতীয় নই?'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Firhad Hakim: পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা: পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম। পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।’
আরও পড়ুন: কথায় কথায় দার্জিলিং বলেন-বেড়াতে যান! বলুন তো দার্জিলিং কথার মানে কী? জানলে চমকে যাবেন
কিছুদিন আগে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ হাকিম। বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছিলেন। দলের প্রতিষ্ঠা দিবসে মেয়র বলেন, ‘আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায়। বিবি হাকিম সাম্প্রদায়িক। ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না। I hate hindu communalism, I hate muslim communalism আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই?’
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও
নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দপ অধিকারীকে কটাক্ষ করেন ফিরহাদ। দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ফিরহাদের বার্তা, ‘আজকে একটাই স্লোগান কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও। ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না। যে আদর্শ নিয়ে জন্মেছ সেই নিয়ে কাজ করো।’ তাঁর বিশ্বাস, ‘দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 1:51 PM IST