#কলকাতা: মহাকরণের ভিতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে চলে আগুন বাগে আনার কাজ। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ
মঙ্গলবার রাইটার্স বিল্ডিং-এর পশ্চিম দিকের পাঁচ নম্বর গেটের ব্লক ফাইভের হোম এবং এনএরআই দফতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি ফ্যানে আগুন লাগে, সেখান থেকে আগুন ধরে যায় দফতরে থাকা একাধিক কম্পিউটারে।
আরও পড়ুন: হঠাৎ কমে গেল বালির দাম, অনুব্রতর গ্রেফতারির পরই কেন সস্তা! জোর চর্চা শুরু
অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে দমকল-কর্মীরা। জলের সঙ্গে ব্যবহার করা হয় কেমিক্যাল পাউডার। ডিজি (ফায়ার) রণবীর কুমার জানান, আগুন লেগে দফতরের একাধিক কম্পিউটার, প্রিন্টার ক্ষতিগ্রস্ত। ফরেনসিক টিম এসে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখবে। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, দমকল অত্যন্ত ভালভাবে কাজ করেছে।গোটা ঘটনাটি তদন্তসাপেক্ষ। ফরেনসিক টিম এসে গোটা বিষয় খতিয়ে দেখার পরই আগুন লাগার কারণ পরিষ্কার হবে।
এর আগে, ২০১৬ সালেও মহাকরণের একতলার ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আগুন লেগেছিল পূর্ত দফতরের আইটি রুম-এ। বাহিনীর কর্মীরা বৈদ্যুতিন যন্ত্র দিয়ে তালা কেটে ঘরটিতে ঢোকেন। এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে দমকলের অনুমান ছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Writers Building