New Alipore Fire: নিউ আলিপুরে বেসরকারি হাসপাতালের পাশে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বহু ঝুপড়ি

Last Updated:

ফের শহরে অগ্নিকাণ্ড৷ তপসিয়ার পর এ বার আগুন লাগল নিউ আলিপুরে৷ শনিবার সন্ধ্য়া ৭ নাগাদ আগুন লাগে নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ লাগোয়া নামী এক বেসরকারি হাসপাতালের পাশের ঝুপড়িতে৷ চোখের নিমেষে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷

নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন। ছবি- নিজস্ব
নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন। ছবি- নিজস্ব
কলকাতা : ফের শহরে অগ্নিকাণ্ড৷ তপসিয়ার পর এ বার আগুন লাগল নিউ আলিপুরে। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ আগুন লাগে দুর্গাপুর ব্রিজ লাগোয়া নামী এক বেসরকারি হাসপাতালের পাশের ঝুপড়িতে৷ চোখের নিমেষে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷ এই ঘটনায় এখনও কেউ হতাহত হননি। দমকলের ১৪টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর সেতুর উপর থেকেও জল ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন সেনা জওয়ানরাও। পার্শ্ববর্তী সেনা ছাউনি থেকে জলের ট্যাঙ্ক নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র ফিরহাদ হাকিম ৷ আশঙ্কা ছিল ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার। কিন্তু, দমকল, সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভয়াবহ আগুনের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
advertisement
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। শীতের হাড় কাঁপানো ঠাণ্ডায় গৃহহীন হয়েছেন বহু ঝুপড়িবাসী। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ রাখা হয় দুর্গাপুর ব্রিজের যান চলাচল। ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক যানজট হয় নিউ আলিপুর এলাকায়। আগুনের ভয়াবহতায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
advertisement
এর আগে, শুক্রবার সকালে তপসিয়ার ঝুপড়িতেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডেও শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তপসিয়ার আগুন লাগার ঘটনার ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে ফের শহরে আবারও এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Alipore Fire: নিউ আলিপুরে বেসরকারি হাসপাতালের পাশে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বহু ঝুপড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement