হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি আদৌ যথাযথ ছিল ? উঠছে প্রশ্ন
Last Updated:
রাতে হোটেলের কর্মীরা আদৌ কতটা সজাগ ছিলেন ? কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ কি ছিল ?
#কলকাতা: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ এবার স্থান হো চি মিন শহরের একটি তিন তারা হোটেল ৷ গভীর রাতের এই দুর্ঘটনায় প্রাণ হারাতে হল দুই ব্যক্তিকে ৷ ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি হোটেলের ভিতর প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই ৷ আগুন লাগার পর ধোঁয়ায় স্বভাবতই আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন হোটেলের অতিথিরা ৷ অনেকেই আবার জানলার কাঁচ ভেঙে নীচে ঝাঁপও দেন ৷ আগুন আপাতত নিয়ন্ত্রণে আসলেও হোটেল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে ৷ আবাসিকদের সরানো হয়েছে কাছাকাছি শেক্সপিয়ার সরণির অন্য একটি হোটেলে ৷
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখন স্বভাবতই হো চি মিন সরণির এই হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রশ্ন উঠছে, হোটেলের ভিতর আগুন নেভানোর ব্যবস্থা কেমন ছিল ? দমকলের ছাড়পত্র কি নেওয়া ছিল ? কর্তৃপক্ষের গাফিলতিতেই হোটেল যেন মৃত্যুপুরীতে পরিণত হয় বলে অভিযোগ ৷ যার জন্য ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারাতে হল দুই অতিথিকে ৷ রাতে হোটেলের কর্মীরা আদৌ কতটা সজাগ ছিলেন ? কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ কি ছিল ? অগ্নিকাণ্ডের পর উঠছে এই সব নানা প্রশ্ন ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2017 10:43 AM IST