গাড়িতে বাধ্যতামূলক FASTag, ভুল লেনে ঢুকলে দ্বিগুন টোল

Last Updated:

FASTag না থাকলে দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে

#কলকাতা: জাতীয় সড়কে ক্যাশলেস টোল ট্যাক্সের জন্য চালু হয়েছে ফাস্ট্যাগ। গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার না থাকলে সমস্যা অনেক। দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে। ফাস্ট্যাগের জন্য নির্দিষ্ট লেনে ভুল করে ঢুকে পড়লে, দিতে হবে দ্বিগুন টোল।
চালু হয়েছিল পনেরোই ডিসেম্বর থেকে। পনেরোই জানুয়ারি থেকে সারা দেশের মতো এরাজ্যেও বাদ্ধতামূলক হল ফাস্ট্যাগ পদ্ধতি। জাতীয় সড়কে ক্যাশলেস টোল ট্যাক্সের জন্য এবার থেকে গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার লাগানো বাধ্যতামূলক। এনিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
নতুন নিয়ম চালুর পর, জাতীয় সড়কের টোলপ্লাজাগুলিতে ফাস্ট্যগ পদ্ধতিতে টাকা আদায়ের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন লেন। সেই তুলনায় নগদে টোল আদায়ের লেন হাতেগোনা। তাই গাড়িতে ফ্যাস্ট্যাগের স্টিকার না থাকলে সমস্যায় পড়ছেন যাত্রীরা।
advertisement
advertisement
FASTag না থাকলে সমস্যা অনেক - দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে আর ভুল লেনে ঢুকলে দিতে হবে দ্বিগুন টোল।
ফাস্ট্যাগ নিয়ে গাড়ি মালিকদের সচেতন করতে একটানা প্রচার চালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
বাধ্যতামূলক হওয়ার পরেও অনেক গাড়িতে নেই ফাস্ট্যাগের স্টিকার। ডানকুনি-ধূলাগড়ের মতো টোল প্লাজায় যানজটের ছবিটাই তার প্রমাণ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাড়িতে বাধ্যতামূলক FASTag, ভুল লেনে ঢুকলে দ্বিগুন টোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement