Fake Medicine: সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ... পাঠানো হচ্ছিল কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, প্রমাণ উঠে আসতেই গোডাউন বন্ধ

Last Updated:

সূত্রের খবর, উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে, তারও হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠায় রাজ্য।

সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ
সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ
কলকাতা: শহর থেকে জেলা, সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ মিলছে। কখনও ওষুধের গুদাম কিংবা দোকানে, কখনও আবার খাস হাসপাতালেই মিলছে সেই জাল ওষুধ। এবার জাল সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ। Certin tablet ও levipil এই দুই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। উত্তরপ্রদেশ থেকেই জাল ওষুধ নিয়ে এসে কলকাতা থেকে দুই হোলসেলার সংস্থা কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠাচ্ছিল। কলকাতায় এই দুই ওষুধের অতটাও চাহিদা না থাকলেও বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে দুই ওষুধের চাহিদা ব্যাপক।
অভিযোগ, শুক্রবার বিকেলের পর থেকে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য। আপাতত তাঁরা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও জয়সওয়াল ফার্মা এই দুই সংস্থায় গতকাল তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য।
advertisement
advertisement
সূত্রের খবর, উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে, তারও হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠায় রাজ্য। আবারও চিঠি দেওয়া হয় উত্তরপ্রদেশ সরকারকে। জানানো হয় বিহার, ওড়িশা, ঝাড়খন্ড প্রশাসনকেও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ... পাঠানো হচ্ছিল কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, প্রমাণ উঠে আসতেই গোডাউন বন্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement