Fake Medicine: সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ... পাঠানো হচ্ছিল কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, প্রমাণ উঠে আসতেই গোডাউন বন্ধ
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সূত্রের খবর, উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে, তারও হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠায় রাজ্য।
কলকাতা: শহর থেকে জেলা, সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ মিলছে। কখনও ওষুধের গুদাম কিংবা দোকানে, কখনও আবার খাস হাসপাতালেই মিলছে সেই জাল ওষুধ। এবার জাল সন্দেহে রাজ্যের নজরে আরও দুই ওষুধ। Certin tablet ও levipil এই দুই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। উত্তরপ্রদেশ থেকেই জাল ওষুধ নিয়ে এসে কলকাতা থেকে দুই হোলসেলার সংস্থা কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠাচ্ছিল। কলকাতায় এই দুই ওষুধের অতটাও চাহিদা না থাকলেও বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে দুই ওষুধের চাহিদা ব্যাপক।
অভিযোগ, শুক্রবার বিকেলের পর থেকে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য। আপাতত তাঁরা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও জয়সওয়াল ফার্মা এই দুই সংস্থায় গতকাল তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য।
advertisement
advertisement
সূত্রের খবর, উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে, তারও হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠায় রাজ্য। আবারও চিঠি দেওয়া হয় উত্তরপ্রদেশ সরকারকে। জানানো হয় বিহার, ওড়িশা, ঝাড়খন্ড প্রশাসনকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 10:52 AM IST