হনুমান জন্মোৎসবের রাতে গোপনে করুন এই কাজগুলি, নিশ্চিত ভাবে ধার-দেনা থেকে মুক্তি, টাকাও আসবে আপনা-আপনি!
- Published by:Tias Banerjee
Last Updated:
Hanuman Jayanti Money Luck: শনিবারে পড়া হনুমান জন্মোৎসবে গোপনে এই টোটকা করলে মিলবে নিশ্চিত ঋণমুক্তি ও অর্থ লাভ। শাস্ত্রমতে, শনি ও মঙ্গল শান্তির উপায়ই আপনার ভাগ্য ঘোরাতে পারে আজকের রাতে। কী ভাবে? জানুন।
advertisement
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র পূর্ণিমায় দেবী অঞ্জনা ও বনরাজ কেশরীর ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান হনুমান। এই দিনটিই হনুমান জন্মোৎসব হিসেবে পালিত হয়। সারাদেশের হনুমান মন্দিরে এদিন বিশেষ পুজো-অর্চনা হয়। অনেক জায়গায় ভাণ্ডারাও আয়োজন করা হয়। এই দিনে মারুতি নন্দনের উপাসনায় ভক্তদের সব কষ্ট দূর হয় বলেই বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement