হনুমান জন্মোৎসবের রাতে গোপনে করুন এই কাজগুলি, নিশ্চিত ভাবে ধার-দেনা থেকে মুক্তি, টাকাও আসবে আপনা-আপনি!

Last Updated:
Hanuman Jayanti Money Luck: শনিবারে পড়া হনুমান জন্মোৎসবে গোপনে এই টোটকা করলে মিলবে নিশ্চিত ঋণমুক্তি ও অর্থ লাভ। শাস্ত্রমতে, শনি ও মঙ্গল শান্তির উপায়ই আপনার ভাগ্য ঘোরাতে পারে আজকের রাতে। কী ভাবে? জানুন।
1/7
আজ হনুমান জন্মোৎসব। শনিবারে হনুমান জন্মোৎসব একটি শুভ যোগ। এই পরিস্থিতিতে কোনও ব্যক্তি যদি বিশেষ কিছু উপায় মেনে চলেন, তাহলে নিশ্চিতভাবেই তিনি ঋণমুক্ত হতে পারেন। জানালেন উজ্জয়নের আচার্য আনন্দ ভরদ্বাজ।
আজ হনুমান জন্মোৎসব। শনিবারে হনুমান জন্মোৎসব একটি শুভ যোগ। এই পরিস্থিতিতে কোনও ব্যক্তি যদি বিশেষ কিছু উপায় মেনে চলেন, তাহলে নিশ্চিতভাবেই তিনি ঋণমুক্ত হতে পারেন। জানালেন উজ্জয়নের আচার্য আনন্দ ভরদ্বাজ।
advertisement
2/7
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র পূর্ণিমায় দেবী অঞ্জনা ও বনরাজ কেশরীর ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান হনুমান। এই দিনটিই হনুমান জন্মোৎসব হিসেবে পালিত হয়। সারাদেশের হনুমান মন্দিরে এদিন বিশেষ পুজো-অর্চনা হয়। অনেক জায়গায় ভাণ্ডারাও আয়োজন করা হয়। এই দিনে মারুতি নন্দনের উপাসনায় ভক্তদের সব কষ্ট দূর হয় বলেই বিশ্বাস।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র পূর্ণিমায় দেবী অঞ্জনা ও বনরাজ কেশরীর ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান হনুমান। এই দিনটিই হনুমান জন্মোৎসব হিসেবে পালিত হয়। সারাদেশের হনুমান মন্দিরে এদিন বিশেষ পুজো-অর্চনা হয়। অনেক জায়গায় ভাণ্ডারাও আয়োজন করা হয়। এই দিনে মারুতি নন্দনের উপাসনায় ভক্তদের সব কষ্ট দূর হয় বলেই বিশ্বাস।
advertisement
3/7
এই শুভ দিনে কিছু বিশেষ উপায় অবলম্বন করলে জীবনের অনেক সমস্যা দূর হতে পারে। বিশেষত যাঁরা ঋণে জর্জরিত, তাঁদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক হতে পারে। জেনে নিন কী কী করতে হবে—
এই শুভ দিনে কিছু বিশেষ উপায় অবলম্বন করলে জীবনের অনেক সমস্যা দূর হতে পারে। বিশেষত যাঁরা ঋণে জর্জরিত, তাঁদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক হতে পারে। জেনে নিন কী কী করতে হবে—
advertisement
4/7
১. গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করে চন্দ্রদেবকে জল অর্ঘ্য দিন।
এর পর মন দিয়ে 'ওঁ শনৈশ্চরায় নমঃ' ও 'ওঁ অঙ্গারকায় নমঃ' মন্ত্র জপ করুন। এই মন্ত্র উচ্চারণে জন্মকুণ্ডলীর দুর্বল গ্রহগুলি শক্তিশালী হয়, গ্রহদোষ কমে যায়।
১. গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করে চন্দ্রদেবকে জল অর্ঘ্য দিন। এর পর মন দিয়ে 'ওঁ শনৈশ্চরায় নমঃ' ও 'ওঁ অঙ্গারকায় নমঃ' মন্ত্র জপ করুন। এই মন্ত্র উচ্চারণে জন্মকুণ্ডলীর দুর্বল গ্রহগুলি শক্তিশালী হয়, গ্রহদোষ কমে যায়।
advertisement
5/7
২. দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান। এরপর মা লক্ষ্মীর মূর্তির সামনে বসে 'শ্রী লক্ষ্মীসূক্ত' পাঠ করুন। এটি ঋণমুক্তির এক অব্যর্থ উপায়। অর্থাভাব কেটে গিয়ে অর্থাগমের পথ খুলে যেতে পারে।
২. দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান। এরপর মা লক্ষ্মীর মূর্তির সামনে বসে 'শ্রী লক্ষ্মীসূক্ত' পাঠ করুন। এটি ঋণমুক্তির এক অব্যর্থ উপায়। অর্থাভাব কেটে গিয়ে অর্থাগমের পথ খুলে যেতে পারে।
advertisement
6/7
৩. হনুমানজির সন্তুষ্টির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান।প্রদীপের সঙ্গে লাল ফুল অর্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এতে মনোবাঞ্ছা পূরণ হয়। ওই দিন গুড় ও ছোলা নিবেদন করুন হনুমানজিকে।
৩. হনুমানজির সন্তুষ্টির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের সঙ্গে লাল ফুল অর্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এতে মনোবাঞ্ছা পূরণ হয়। ওই দিন গুড় ও ছোলা নিবেদন করুন হনুমানজিকে।
advertisement
7/7
৪. শনিদোষ থেকে মুক্তির জন্য পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান। প্রদীপে চাই অবশ্যই সরিষার তেল। প্রদীপ জ্বালিয়ে আন্তরিকভাবে শনি স্তোত্র পাঠ করুন। এতে শনির কুপ্রভাব কমে যায় ও আর্থিক সমস্যা দ্রুত কেটে যায়।
৪. শনিদোষ থেকে মুক্তির জন্য পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান। প্রদীপে চাই অবশ্যই সরিষার তেল। প্রদীপ জ্বালিয়ে আন্তরিকভাবে শনি স্তোত্র পাঠ করুন। এতে শনির কুপ্রভাব কমে যায় ও আর্থিক সমস্যা দ্রুত কেটে যায়।
advertisement
advertisement
advertisement