Fake officer arrested: বাগুইআটি থেকে গ্রেফতার ভুয়ো আইসিডিএস আধিকারিক, রয়েছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

Last Updated:

Fake officer arrested: কলকাতায় ভুয়ো আইসিডিএস (ইন্টিগ্রেটেড চায়েল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে।

গ্রেফতার ভুয়ো আধিকারিক।
গ্রেফতার ভুয়ো আধিকারিক।
কলকাতা: কলকাতায় ভুয়ো আইসিডিএস (ইন্টিগ্রেটেড চায়েল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে।
মঙ্গলবার বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুয়ো আইসিডিএস অফিসারকে। শ্যামপুকুর থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার এই ভুয়ো আইসিডিএস আধিকারিককে গ্রেফতার করে। জানা গিয়েছে, অভিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে বাজার থেকে ৫ কোটি ৪৫ লক্ষ টাকা প্রতারণা করেছ‍ে।
advertisement
advertisement
ধৃতের বিরুদ্ধে এক অভিযোগকারী জানান, তিন জন ব্যক্তি আইসিডিএস-এ চাকরি এবং ভেন্ডর লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলেন, কিন্তু সময় পেরিয়ে গেলেও অভিযুক্তেরা প্রতিশ্রুতি পূরণ করেন না। নিরুপায় হয়ে প্রতারিতেরা পরবর্তী কালে শ্যামপুকুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই তিন জন আগেও বহু বার একই ভাবে প্রতারণা করেছেন। অভিযুক্তেরা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে বাজার থেকে প্রায় ৫ কোটি ৪৫ লক্ষ টাকা তুলেছে। তার পরে, আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে শ্যামপুকুর থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake officer arrested: বাগুইআটি থেকে গ্রেফতার ভুয়ো আইসিডিএস আধিকারিক, রয়েছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement