Fake Call Centre: শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিস, পুলিশের জালে ৪
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আবারও আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়া গেল শহরের বুকে। সেক্টর ফাইভে অফিস খুলে টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হত বলে জানা গিয়েছে।
কলকাতা: আবারও ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়া গেল শহরের বুকে। সেক্টর ফাইভে অফিস খুলে টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হত বলে জানা গিয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই ভুয়ো কল সেন্টারের এমডি,ম্যানেজার ও দুজন কর্মী। তাঁদের গ্রেফতার করেছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, একটি সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালানো হয়। সূত্র অনুযায়ী পুলিশ জানতে পারে সেক্টর ফাইভে অফিস খুলে বিদেশী নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছে ভুয়ো কল সেন্টারের বেশ কয়েকজন।
advertisement
advertisement
সেই খবর পেয়ে তদন্তে নেমে ওই অফিসের খোঁজ পায় তাঁরা। সেখানে হানা দিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
এর আগেও শহরের বুকে এমনই ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করেছিল পুলিশ। সেবার লেক টাউন থানা এলাকার শ্রীভূমির একটি বাড়ি থেকে এমন এক কল সেন্টারের হদিশ পাওয়া যায়। সেই সময় জানা যায় ২৮ থেকে ২৯ টি ল্যাপটপ ও কম্পিউটার নিয়েই এই গোটা কাজ চালানো হত। মূলত ইন্টারন্যাশনাল কল সেন্টারের নাম ভাঁড়িয়ে কাজ চালানো হত। ফিন ল্যান্ড ও ফ্রান্সের আই পি অ্যাড্রেস নিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে প্রতারণা করা হত। এবার একই ধাঁচে ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়া গেল সল্টলেকের সেক্টর ফাইভে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2025 4:32 PM IST







