'আমি সন্দেশখালির অজিত মাইতি নই....' হাসপাতালের বেডে শুয়ে Video বার্তা 'বিধায়কের'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Fake Alert: নাম বিভ্রাটে জেরবার 'অজিত মাইতি'। হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়কের।
কলকাতা: নাম বিভ্রাটে জেরবার ‘অজিত মাইতি’। হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়কের। সন্দেশখালির গ্রেফতার হওয়া অজিত মাইতির বদলে তার ছবি দিয়ে চলছে প্রচার। এই প্রচারে সামাজিক ভাবে তিনি বিব্রত বোধ করছেন। তাই ভিডিও বার্তা বিধায়কের।
তিনি সেখানে জানিয়েছেন, “কলকাতার এক বেসরকারি হাসপাতালে আমি ভর্তি।আমি সন্দেশখালির অজিত মাইতি নই।আমি অঞ্চল সভাপতি নই। আমি সন্দেশখালি চিনি না৷ আমি সন্দেশখালি যাইনি।আমি বিধায়ক একজন। আমি অনেকের পরিচিত মুখ। আমি হাসপাতালে শুয়ে আছি। সন্দেশখালির অজিত মাইতি বলে আমার ছবি দিয়ে প্রচার চলছে।”
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়ক আরও বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়ে থাকতে পারে। দয়া করে এই বিভ্রান্তি দূর করুন। পশ্চিম মেদিনীপুর আমার জেলা৷ সেখানের মানুষ এই ভুলের কারণে বিব্রত হচ্ছে। এর পরেও যদি কেউ প্রচার করেন তারা আমার ইমেজ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নষ্ট করছেন। ভ্রান্ত প্রচার বন্ধ হলে সামাজিক ভাবে সকলের মর্যাদা বাড়বে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 3:04 PM IST