KOLKATA MUNICIPAL ELECTIONS 2021: প্রথমবারের কাউন্সিলরদের ক্লাস নেবেন অভিজ্ঞরা, ২৮-এ শপথ ফিরহাদের

Last Updated:

KOLKATA MUNICIPAL CORPORATION ELECTIONS 2021: মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিয়েছিলেন, কাউন্সিলরদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে সবার আগে মানুষের পাশে থাকতে হয়। জল, রাস্তা থেকে শুরু করে দৈনিক নানা সমস্যা মেটাতে হয় তাঁদেরই।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: ঠিক যেন সেমেস্টারের প্রস্তুতি।  কলকাতা পুরসভার (KMC Election 2021) নবনির্বাচিত কাউন্সিলরদের ছ'মাস অন্তর রিপোর্ট কার্ড দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্ট কার্ড দেওয়ার আগে হবে ক্লাসও। পুরসভার কাজ কী ভাবে করতে হয়,  নির্বাচিত তরুণ কাউন্সিলরদের বুঝিয়ে দেবেন অতীন ঘোষ, দেবাশিস কুমারদের মতো পোড়খাওয়া কাউন্সিলররা। সেই মতো কাজ করে ছ'মাস বাদে কাজের রিপোর্ট কার্ড জমা পড়বে। ঠিক যেন সিলেবাস মেনে, মনযোগী ছাত্রটির মতো নিজের কাজটি করে যাওয়া, দলের কাউন্সিলরদের প্রথম থেকেই এই মন্ত্রে দীক্ষা দিতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিয়েছিলেন, কাউন্সিলরদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে সবার আগে মানুষের পাশে থাকতে হয়। জল, রাস্তা থেকে শুরু করে দৈনিক নানা সমস্যা মেটাতে হয় তাঁদেরই। এমনই নানান কাজে নবনির্বাচিতদের দক্ষ করে তুলতে চাইছে তৃণমূল। আগামী তিন মাস ধরে এই প্রশিক্ষণের কাজ চলবে।
আরও পড়ুন: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
আগামী ২৮ তারিখ দুপুর ১২টায় সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হিসাবে শপথ নেবেন। ওইদিনই দুপুরে মেয়র ইন কাউন্সিলরাদের নিয়ে একটি মিটিং ডেকেছেন মেয়র। তার পর তৃণমূলের ইস্তাহার অনুসারে 'দশ দিগন্ত'-নিয়ে আলোচনায় বসবেন মেয়র। সেখানে ঠিক করে নেওয়া হবে, দশ দিগন্তে উল্লিখিত কাজগুলির মধ্যে কোনগুলিকে প্রাধান্য দেওয়া দরকার। সেই প্রাধান্যর ভিত্তিতে কাজ ঠিক করে নেওয়া হবে। দ্রুত কাজ শুরু করে দেবেন নির্বাচিতরা।
advertisement
advertisement
পাশাপাশি, নতুন পুরসভার ক্ষেত্রেও চালু থাকবে 'টক-টু-মেয়র।' ফিরহাদ হাকিম জানিয়েছেন, টক-টু-মেয়রর মাধ্যমে একে বারে তৃণমূল স্তরে মানুষের সমস্যার কথা জানা যায়। তাঁরা সরাসরি প্রশাসনকে সমস্ত সমস্যার কথা জানাতে পারেন। সেই কারণেই চালু থাকবে এই প্রকল্প, যে খানে সাধারণ মানুষ সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন।
advertisement
   Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KOLKATA MUNICIPAL ELECTIONS 2021: প্রথমবারের কাউন্সিলরদের ক্লাস নেবেন অভিজ্ঞরা, ২৮-এ শপথ ফিরহাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement