KOLKATA MUNICIPAL ELECTIONS 2021: প্রথমবারের কাউন্সিলরদের ক্লাস নেবেন অভিজ্ঞরা, ২৮-এ শপথ ফিরহাদের

Last Updated:

KOLKATA MUNICIPAL CORPORATION ELECTIONS 2021: মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিয়েছিলেন, কাউন্সিলরদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে সবার আগে মানুষের পাশে থাকতে হয়। জল, রাস্তা থেকে শুরু করে দৈনিক নানা সমস্যা মেটাতে হয় তাঁদেরই।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: ঠিক যেন সেমেস্টারের প্রস্তুতি।  কলকাতা পুরসভার (KMC Election 2021) নবনির্বাচিত কাউন্সিলরদের ছ'মাস অন্তর রিপোর্ট কার্ড দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্ট কার্ড দেওয়ার আগে হবে ক্লাসও। পুরসভার কাজ কী ভাবে করতে হয়,  নির্বাচিত তরুণ কাউন্সিলরদের বুঝিয়ে দেবেন অতীন ঘোষ, দেবাশিস কুমারদের মতো পোড়খাওয়া কাউন্সিলররা। সেই মতো কাজ করে ছ'মাস বাদে কাজের রিপোর্ট কার্ড জমা পড়বে। ঠিক যেন সিলেবাস মেনে, মনযোগী ছাত্রটির মতো নিজের কাজটি করে যাওয়া, দলের কাউন্সিলরদের প্রথম থেকেই এই মন্ত্রে দীক্ষা দিতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিয়েছিলেন, কাউন্সিলরদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে সবার আগে মানুষের পাশে থাকতে হয়। জল, রাস্তা থেকে শুরু করে দৈনিক নানা সমস্যা মেটাতে হয় তাঁদেরই। এমনই নানান কাজে নবনির্বাচিতদের দক্ষ করে তুলতে চাইছে তৃণমূল। আগামী তিন মাস ধরে এই প্রশিক্ষণের কাজ চলবে।
আরও পড়ুন: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
আগামী ২৮ তারিখ দুপুর ১২টায় সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হিসাবে শপথ নেবেন। ওইদিনই দুপুরে মেয়র ইন কাউন্সিলরাদের নিয়ে একটি মিটিং ডেকেছেন মেয়র। তার পর তৃণমূলের ইস্তাহার অনুসারে 'দশ দিগন্ত'-নিয়ে আলোচনায় বসবেন মেয়র। সেখানে ঠিক করে নেওয়া হবে, দশ দিগন্তে উল্লিখিত কাজগুলির মধ্যে কোনগুলিকে প্রাধান্য দেওয়া দরকার। সেই প্রাধান্যর ভিত্তিতে কাজ ঠিক করে নেওয়া হবে। দ্রুত কাজ শুরু করে দেবেন নির্বাচিতরা।
advertisement
advertisement
পাশাপাশি, নতুন পুরসভার ক্ষেত্রেও চালু থাকবে 'টক-টু-মেয়র।' ফিরহাদ হাকিম জানিয়েছেন, টক-টু-মেয়রর মাধ্যমে একে বারে তৃণমূল স্তরে মানুষের সমস্যার কথা জানা যায়। তাঁরা সরাসরি প্রশাসনকে সমস্ত সমস্যার কথা জানাতে পারেন। সেই কারণেই চালু থাকবে এই প্রকল্প, যে খানে সাধারণ মানুষ সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন।
advertisement
   Abir Ghosal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KOLKATA MUNICIPAL ELECTIONS 2021: প্রথমবারের কাউন্সিলরদের ক্লাস নেবেন অভিজ্ঞরা, ২৮-এ শপথ ফিরহাদের
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement