Jiban Krishna Saha Rate Chart: রেট ছিল ৮ থেকে ২০ লক্ষ, চাকরি দিতে না পেরে কত টাকা ফিরিয়েছিলেন জীবনকৃষ্ণ?

Last Updated:

ইডি সূত্রের দাবি, জীবনের এজেন্টদের তালিকার সঙ্গে প্রায় ৩৮০০ চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে৷

ধৃত জীবনকৃষ্ণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডি-র৷
ধৃত জীবনকৃষ্ণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডি-র৷
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতার চাকরির জন্য এক রেট, নবম-দশমের জন্য টাকার অঙ্ক কিছুটা কম৷ আবার স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডির চাকরির জন্য রেট আলাদা৷ চাকরি দেওয়ার বিনিময়ে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহা টাকা তোলার ক্ষেত্রে আলাদ আলাদা রেট বেঁধে দিয়েছিলেন বলেই দাবি ইডি কর্তাদের৷ এজেন্টদের মাধ্যমেই তৃণমূল বিধায়ক এই বিপুল পরিমাণ টাকা তুলতেন বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের৷
ইডি সূত্রের দাবি, জীবনের এজেন্টদের তালিকার সঙ্গে প্রায় ৩৮০০ চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে৷ জীবনকৃষ্ণ সাহার অত‍্যন্ত ঘনিষ্ঠ দুই এজেন্ট কৌশিক ঘোষ ও সুব্রত সামন্ত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে ইডি৷ জীবন হেফাজতে থাকাকালীনই তার ঘনিষ্ঠ এজেন্টদের ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি৷
ইতিমধ্যেই সিবিআইয়ের বাজেয়াপ্ত করা নথির ফটোকপি হাতে পেয়েছে ইডি৷ শুধু নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি নয়, একাদশ -দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি- এর দুর্নীতির সঙ্গেও জীবনের যোগ পাওয়া গিয়েছে৷ গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রে জীবনকে দিতে হত যথাক্রমে ১০ লক্ষ ও ৮ লক্ষ টাকা৷
advertisement
advertisement
ইডি সূত্রের দাবি, জীবনের স্ত্রীর অ‍্যাকাউন্টে এই টাকা এসেছে ২০২০ সালে৷ তবে চাকরি দিতে না পারায় গ্রুপ সি চাকরিপ্রার্থীদের জীবনকষ্ণ ৭ লক্ষ টাকা করে ফেরত দিয়েছিলেন বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jiban Krishna Saha Rate Chart: রেট ছিল ৮ থেকে ২০ লক্ষ, চাকরি দিতে না পেরে কত টাকা ফিরিয়েছিলেন জীবনকৃষ্ণ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement