WB Assembly Election 2021: ফের কড়া পদক্ষেপ কমিশনের, একসঙ্গে ৫ অফিসারকে বদলি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
গতকাল, বুধবার কোচবিহারের দিনহাটায় এক বিজেপি নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়৷ সেই ঘটনার জেরেই বদলি করা হয়েছে কোচবিহারের এসপি কে কাননকে৷
#কলকাতাঃ প্রথম দফার নির্বাচনের আগেই ফের কড়া পদক্ষেপ কমিশনের৷ পুলিশ- প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করে দিল কমিশন৷ তার মধ্যে রয়েছেন দু' জন পুলিশ সুপার এবং এক জেলাশাসক৷
গতকাল, বুধবার কোচবিহারের দিনহাটায় এক বিজেপি নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়৷ সেই ঘটনার জেরেই বদলি করা হয়েছে কোচবিহারের এসপি কে কাননকে৷ এর পাশাপাশি বদলি করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে৷
এর পাশাপাশি দক্ষিণ কলকাতার ডিসিপি সুধীর নীলকান্তকেও বদলি করেছে কমিশন৷ পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিং-কেও বদলি করা হয়েছে৷ আগামী শনিবার প্রথম দফায় ভোট রয়েছে ঝাড়গ্রামে৷ তার আগে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানিকেও পদ থেকে সরিয়েছে কমিশন৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জয়িশি দাশগুপ্তকে৷ যে অফিসারদের পদ থেকে সরানো হয়েছে, তাঁদের কাউকে নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও দায়িত্বে রাখা হবে না৷
advertisement
advertisement
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমাঞ্চলের নতুন এডিজি হচ্ছেন রাজেশ কুমার৷ এসপি ডায়মন্ড হারবার হিসেবে দায়িত্ব পাচ্ছেন অরিজিৎ সিনহা৷ কোচবিহারের নতুন এসপি হচ্ছে দেবাশিস ধর৷ দক্ষিণ কলকাতার নতুন ডিসিপি হিসেবে দায়িত্বে পেয়েছেন আকাশ মাঘারিয়া৷
Somraj Bandopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 25, 2021 6:41 PM IST