SIR in West Bengal: এসআইআর প্রস্তুতি কতটা এগোল? পুজো মিটতেই রাজ্যে ভোটের দামামা, আসছে কমিশনের দল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ৮ অক্টোবর সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার৷
দুর্গা পুজো মিটতেই রাজ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা৷
জানা গিয়েছে, রাজ্যে এসে প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলা সফরেও যাওয়ার কথা রয়েছে তাঁর৷
আগামী ৮ অক্টোবর সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার৷ জেলাশাসকরা ছাড়াও এসডিও, ইআরও-র মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজ্য সরকারের আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷
advertisement
advertisement
ওই বৈঠকে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা যাচাই করে দেখা, বুথ লেভেল অফিসার বা বিএলও-দের নিযুক্ত করা এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনী অথবা এসআইআর নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ এসআইআর-এর জন্য বিএলও-দের প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা, ৬, ৭ এবং ৮ নম্বর ফর্ম বিতরণের ব্যবস্থা করার মতো বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা৷
advertisement
জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ৮ তারিখেই নিউ টাউনে গিয়ে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী সহ কমিশনের কর্তারা৷ এর পর বারাসত বিধানসভার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁদের৷
পরের দিন, ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরে পৌঁছবে কমিশনের এই প্রতিনিধি দল৷ সেখানে পূর্ব মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত এ মাস থেকেই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ শুরু করে দেওয়া হবে৷ তার আগে কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্য সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 5:18 PM IST