West Bengal SIR: এসআইআর চলাকালীন আইএএস বদলি নিয়ে প্রশ্ন, মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
West Bengal SIR: কমিশনের অভিযোগ, যেসব আইএএস অফিসারদের ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের বদলির ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
কলকাতাঃ এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন রাজ্যের তিন জন আইএএস অফিসারকে বদলি করা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, যেসব আইএএস অফিসারদের ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের বদলির ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ এসআইআর পরিস্থিতিতে উন্নয়ন কাজের উপর কড়া নজর, ২৩ জেলায় বিশেষ অফিসার নিয়োগ
চিঠিতে জানানো হয়েছে, কোনও যুক্তিতে এবং কোন অনুমতিতে এই তিন অফিসারকে বদলি করা হয়েছে, তা স্পষ্ট নয়। কমিশনের নির্দেশ, আগামীকাল দুপুর তিনটের মধ্যে সংশ্লিষ্ট অফিসারদের আগের পদে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
এসআইআর (SIR) পরিস্থিতির মধ্যেই রাজ্যের ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র অফিসার নিয়োগ করল নবান্ন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলাভিত্তিক এই নিয়োগ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন জেলাশাসক ও একাধিক দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 8:05 PM IST










