Election Commission on SIR: SIR কাজে যোগ দিচ্ছেন না BLO-রা! বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময়, তারপরেই চরম সিদ্ধান্ত নেবে কমিশন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Election Commission on SIR: বুথ লেভেল অফিসারদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ।
বুথ লেভেল অফিসারদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ। আগামিকাল দুপুর বারোটা পর্যন্ত সময় দিন। তার মধ্যে বুথ লেভেল অফিসারেরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ড করে দিন।
জেলাশাসক, ERO দের বৈঠকে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। দুপুর ৩:৪৫ থেকে এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে জেলাশাসক ও ERO–দের নিয়ে। সেই বৈঠকেই যারা বিএলও হিসাবে কাজে যোগ দিচ্ছে না তাদের সাসপেন্ড করার নির্দেশ।
advertisement
advertisement
স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর জন্য বুথ লেভেল অফিসারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। রাজ্যে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র তৈরি হওয়ার পরেও নিতে আগ্রহ দেখাননি বেশ কিছু সরকারি আধিকারিক। আগামী ৪ তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। তাই তার আগে কড়া নির্দেশ কমিশনের।
advertisement
বৈঠকে জানা গিয়েছে ১৪৩ জন বুথ লেভেল অফিসার বা বিএলও যোগ দেননি এখনও। মূলত যারা যোগ দেননি তারা সবাই শিক্ষক – শিক্ষিকা, তাদেরই সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, উত্তর কলকাতা, কোচবিহার এই তিন জেলার ১৪৩ জন বিএলওরা এখনও নিয়োগ পত্র নেয়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 7:10 PM IST

