আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এখনও কার্যকর হল না সব জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Last Updated:

সোমবারই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়েও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এখনও কার্যকর হল না সব জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা!
আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এখনও কার্যকর হল না সব জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা!
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ, রবিবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে এসে কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক তাঁরা করবেন। কিন্তু ফুল বেঞ্চ আসার আগেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা সব কার্যকরী করে উঠতে পারে নি। অন্তত নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর।
জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা সব কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন।রাজ্যের মোট জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল ১,১৯৩,৬৬ টি।তার মধ্যে এখনও পর্যন্ত কার্যকরী হয়েছে ৭৩,৩৩৬ টি। এখনও পর্যন্ত প্রায় ৪৬ হাজার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। সেক্ষেত্রে রবিবার কলকাতা পৌঁছেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ফুল বেঞ্চের সামনে যে এই প্রশ্নের মুখে পড়তে চলেছে, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে গত শনিবারই বৈঠক করেছে। বৈঠকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাগুলি কার্যকরী করার নির্দেশ  দিয়েছিলেন। শুধু তাই নয়, লোকসভা ভোটের ভোট প্রস্তুতি নিয়েও আলোচনা করেছিলেন। বিভিন্ন জেলা ধরে ধরে ভোট প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছিল গত শনিবারের বৈঠকে। কমিশন সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই বৈঠক হবে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ১৫ মিনিট করে সময় দেওয়া থাকবে তাদের অভিযোগ বা বক্তব্য রাখার জন্য।
advertisement
তারপর সকাল ১১.৩০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনারদের নিয়ে ম্যারাথন বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিরিখে এই বৈঠকই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত বিভিন্ন জেলা ধরে ধরে রিপোর্ট নেবে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১ টা পর্যন্ত বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তারপর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। তারপর সাংবাদিক সম্মেলনও করবে কমিশনের ফুল বেঞ্চ।
advertisement
জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এমনটাই সফরসূচি তৈরি হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই ১৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা জানানো হয়েছে। শনিবার থেকেই বিভিন্ন জেলায় জেলায় রুট মার্চ করতে শুরু করেছে আধা সেনা। ৭ মার্চের মধ্যেই ১৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে রাজ্যে। কোন জেলায় কত সংখ্যক আধাসেনা মোতায়ন হবে তারও বিস্তারিত তালিকায় ইতিমধ্যেই প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। জম্মু-কাশ্মীরের থেকেও বেশি আধা সেনা এবার এ রাজ্যে মোতায়েন হতে চলেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। মোট ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন হতে চলেছে। মনে করা হচ্ছে কমিশনের ফুল বেঞ্চ আধা সেনা মোতায়েন নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ এবারের বৈঠকে দিতে চলেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এখনও কার্যকর হল না সব জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement