SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷
নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর-এর প্রক্রিয়া৷ এসআইআর-এর পর ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না, তা নিয়ে উৎকণ্ঠা এবং উদ্বেগের শিকার অনেকেই৷ এ দিন অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দাবি করেছেন, এসআইআর-এ কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না৷
এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ তাঁদের সঙ্গেই থাকবেন বিএলএ বা রাজনৈতিক দলগুলির এজেন্টরাও৷
কিন্তু কবে আপনার বাড়িতে বিএলও ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন, আগেভাগে তা কীভাবে জানবেন? কারণ বিএলও বাড়িতে এসে সংশ্লিষ্ট ভোটারের দেখা না পেলে তালিকা থেকে নাম কাটা যাওয়ার আশঙ্কা বাড়বে৷
advertisement
advertisement
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল অবশ্য আশ্বস্ত করে জানিয়েছেন, যে বুথ এলাকায় বিএলও ভোটার তালিকা মেলানোর দায়িত্ব পাবেন, তিনি নিজেও সেই বুথেরই ভোটার হবেন৷ ফলে এলাকার রাজনৈতিক দলের এজেন্ট এবং ওই বুথের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই তালিকা মেলানোর কাজে যাবেন৷ বিএলও এবং বিএলএ -দের মারফত সেই খবর আগাম জানতে পারবেন ভোটাররাও৷ তার উপর, প্রয়োজনে বিএলও একটি বাড়িতে একাধিকবার যাবেন বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷
advertisement
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, কোনও ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেও তার লিখিত কারণ সংশ্লিষ্ট ভোটারকে জানানো হবে৷ প্রয়োজনে অ্যাপের মাধ্যমে বিএলও-দের সঙ্গে দেখাও করতে পারবেন ভোটাররা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 9:23 PM IST

