ভোটের আগে বাড়তে চলেছে বুথের সংখ্যা, সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইতিমধ্যেই রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে নয়া বুথগুলির তালিকা। বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সর্বদলীয় বৈঠক হবে বলেই কমিশন সূত্রে খবর।
কলকাতা: আগামী সপ্তাহে সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলকেই ডাকতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এমনটাই সূত্রের খবর।
২০২৬ এর বিধানসভা ভোটের আগে বাড়তে চলেছে বুথের সংখ্যা। প্রায় ১৪ হাজার বুথের সংখ্যা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে নয়া বুথগুলির তালিকা। বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সর্বদলীয় বৈঠক হবে বলেই কমিশন সূত্রে খবর। জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যে নির্দেশ রয়েছে একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকতে পারেন। তা জানার পরই জাতীয় নির্বাচন কমিশনকে চূড়ান্ত রিপোর্ট দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।
advertisement
আরও পড়ুন: আধার কি নাগরিকত্বের প্রমাণ? এসআইআর মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত কিন্তু চলছেই। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ৪ সরকারি অফিসারদের সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য় রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুর ৩টের মধ্য়ে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য়সচিবকে। মুখ্যসচিবকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 7:56 PM IST