স্বশরীরে না থেকেও পুজোয় জড়িয়ে তিনি, একডালিয়ার দুর্গাপুজোয় সংকল্প সুব্রত মুখোপাধ্যায়ের নামেই

Last Updated:

Durga Puja 2022: এবার ৮০ তম বর্ষে পড়েছে একডালিয়ার পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছেন।

একডালিয়ায় জড়িয়ে আছেন সুব্রত মুখোপাধ্যায়
একডালিয়ায় জড়িয়ে আছেন সুব্রত মুখোপাধ্যায়
#কলকাতা: তিনি নেই এটা মেনে নিতে পারছেন না ক্লাবের লোকের সদস্যরা। সুব্রত মুখোপাধ্যায় একডালিয়ার সঙ্গেই আছেন, এমনটাই বলছেন ক্লাবের সদস্যরা। ষষ্ঠী তে সুব্রত দা-র নামেই সংকল্প করে মা এর বোধন শুরু হল। সুব্রত দা একডালিয়ার চির জাগরক। তাই সুব্রত দা ছাড়া পুজো ভাবতেই পারে না ক্লাবের সদস্যরা। তাই ক্লাবের তরফে এটাই নেওয়া হয়েছিল সর্বসম্মত সিদ্ধান্ত। তবে সুব্রত দা পুজোর সময় উপস্থিত না থাকলে পুজো চলাকালীন ব্যস্ত হয়ে পড়ল অভিষেক আগরওয়াল পুজোতে বসতেন।এবার ও সেই নিয়মে এর হেরফের করল না ক্লাবের সদস্যরা।অভিষেক আগরওয়াল করলো সুব্রত দা এর নামে সংকল্প।
অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন " দাদা না থাকলে আমি দাদা র হয়ে পুজো তে বসতাম।গতবারও দাদা কিছুক্ষন বসে তারপর উঠে গেছিলেন।গতবার দাদার শরীর টা অতটা ভালো ছিল না।তবুও দাদা কিছুটা বসে তারপর বাকি সময় টা আমি ছিলাম।"
advertisement
advertisement
এবার ৮০ তম বর্ষে পড়েছে একডালিয়ার পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছেন। উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন " সুব্রত দা নেই এটা ভাবতেই পারি না।সুব্রত দা পুজোর সময় শুধু বলতো তোর সময় টা কখন দিবি উদ্বোধনের জন্য।" এবার গুজরাটের সরস্বতী মন্দির এর আদলে হয়েছে মন্ডপ।আনা হয়েছে বিশাল সেই ঝাড় ও। বরাবর এর মত এবার ও সেই সাবেকিয়ানা প্রতিমা। মন্ডপের প্রতি কোনায় লাগানো হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের ছবি।
advertisement
ক্লাবের এক সদস্য বলেন " সুব্রত দা নেই এটা কে বললো? সুব্রত দা তো আমাদের সঙ্গেই আছেন।" গত বছরের পুজো তেও সবুজ পাঞ্জাবি পড়ে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।সেই স্মৃতি এখনো টাটকা ক্লাবের সদস্য দের।গত বছর বিশাল ঝাড়বাতির নিচে ধুতি পাঞ্জাবি পড়ে সংকল্প করেছিলেন সাবেকী প্রতিমার সামনে।সেই লালচে আসনে হাঁটু মুড়ে। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় এর মূর্তি পুজো উদ্বোধনের দিনেই উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী।গত বছর দীপাবলির রাত কেড়ে নিয়েছে সুব্রত মুখোপাধ্যায় কে।কিন্তু এখনো গোটা ক্লাব জুড়ে তার ই স্মৃতি এর ছোঁয়া।
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বশরীরে না থেকেও পুজোয় জড়িয়ে তিনি, একডালিয়ার দুর্গাপুজোয় সংকল্প সুব্রত মুখোপাধ্যায়ের নামেই
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement