‘নতুন করে আবেদন নয়, পুনর্নিয়োগ হবে’, শিক্ষক নিয়োগ মামলায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
Last Updated:
#কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ রাজ্যের জেলা জুড়ে মামলার পাহাড়, আটকে প্রায় ৮০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ প্রায় ২৫০০ মামলা হয়েছে এই নিয়ে ৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে আবেদন নয়, পুনর্নিয়োগ হবে ৷ উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা এই সব জায়গায় মামলা সবচেয়ে বেশি ৷ মালদহে ১ হাজার, মুর্শিদাবাদে ৬৬০টি মামলা ৷ রোগ ধরা পড়েছে, বিষয়টি নজর রাখছি ৷ খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছি ৷ স্কুল পরিদর্শন করতে হবে ৷ স্কুলগুলিতে ডাইনিং হলের জন্য টাকা ৷ সাড়ে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
উল্লেখ্য এদিন আপার প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগ ৭ দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ৷ ২২ সেপ্টম্বর ২০১৬ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ পরীক্ষা নেওয়া হয় ২০১৭ সালে ৷ শুরু হয় নিয়োগ প্রক্রিয়াও ৷ সেই নিয়োগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2019 8:58 PM IST