Coal Scam: চারিদিক থেকে চাপ, এবার কয়লা দুর্নীতিতে ৮ আইপিএস-কে তলব ইডির! চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Coal Scam: ইডি সূত্রে খবর, ওই আইপিএস অফিসাররা হলেন, জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, তথাগত বসু, সিলভান মুরগান, স্যাম সিং, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়।

কয়লা দুর্নীতিতে ফের চাপ
কয়লা দুর্নীতিতে ফের চাপ
#কলকাতা: এসএসসি কাণ্ডে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই গরু পাচার কাণ্ডে সিবিআই বাড়ি থেকে গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ, রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে কয়লা কাণ্ড নিয়ে তদন্তে জোর বাড়াল ইডি। এবার ইডি-র নজরে রাজ্যের পুলিশ কর্তারা। ইডি সূত্রে খবর, রাজ্যের ৮ আইপিএস পদমর্যাদার অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির দফতরে তলব করা হয়েছে। ১৫ অগাস্টের পর এই মাসে বিভিন্ন দিনে তলব করা হয়েছে ওই ৮ আইপিএস অফিসারকে।
ইডি সূত্রে খবর, ওই আইপিএস অফিসাররা হলেন, জ্ঞানবন্ত সিং
, সুকেশ জৈন, রাজীব মিশ্র, তথাগত বসু, সিলভান মুরগান, স্যাম সিং, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়। আগামী ২১ থেকে ৩১ অগস্টের মধ্যে এই পুলিশ কর্তাদের দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের একাধিক দুর্নীতিতে তৎপর হতে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে। একদিকে নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরে বুধবার এসএসসি-র দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে বৃহস্পতিবারই গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এরই মধ্যে আট আইপিএস-কে তলব করল ইডি।
advertisement
ইডি সূত্রে খবর, আগেও ওই পুলিশ কর্তাদের তলব করা হয়েছিল। ওই আইপিএস অফিসারদের বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে তাই নয়, সরাসরি কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ, পুলিশের চোখের সামনে দিয়ে লরি করে কয়লা পাচার করত লালার লোকজন, তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। মূলত আসানসোল, পুরুলিয়া এলাকাতেই চলত পাচার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam: চারিদিক থেকে চাপ, এবার কয়লা দুর্নীতিতে ৮ আইপিএস-কে তলব ইডির! চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement