Jyotipriya Mallick: ৩৫০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটির লেনদেন! ইডি-র নতুন চার্জশিটে বালুর চাপ বাড়ল?

Last Updated:

১৫৭ পাতার নতুন এই চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসেবে প্রায় তিন হাজার নথি জমা দিয়েছে ইডি৷

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে চার্জশিটে দাবি করল ইডি৷ বেআইনি এই লেনদেনে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জড়িত বলে চার্জশিটে দাবি করল ইডি৷ এ দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে রেশন দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি৷ সেই চার্জশিটেই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
১৫৭ পাতার নতুন এই চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসেবে প্রায় তিন হাজার নথি জমা দিয়েছে ইডি৷ তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতির বেআইনি লেনদেনের সূত্র ধরে ৩৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷
advertisement
চার্জশিটে ইডি দাবি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসূর এবং আলিফের মাধ্যমেই মূলত আর্থিক লেনদেন হত৷ তবে চার্জশিটে জ্যাতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেনের উল্লেখ করা হয়েছে৷ এর পাশাপাশি চার্জশিটে দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চার সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি৷ এই দুই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি চার্জশিটে৷
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় দুই ভাই আনিসূর ও আলিফকে ২ অগস্ট গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারের আগে দেগঙ্গার এই ব্যবসায়ীর বাড়ি, ধান ও চাল কলে অভিযান চালায় ইডি৷
নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলায় তৃণমূলের একাধিক নেতার জামিনের পর জ্যোতিপ্রিয় মল্লিকেরও জামিনের আশা উজ্জ্বল হচ্ছিল বলে মনে করছিলেন তাঁর ঘনিষ্ঠরা৷ প্রাক্তন খাদ্য মন্ত্রী নিজেও বার বার অসুস্থার কারণ দেখিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছে৷ ইডি-র এই নতুন চার্জশিটের ফলে জ্যোতিপ্রিয়র জেলে মুক্তি আরও কঠিন হয় কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: ৩৫০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটির লেনদেন! ইডি-র নতুন চার্জশিটে বালুর চাপ বাড়ল?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement