Rajanya Haldar আরজি কর কাণ্ড নিয়ে ছবিতে অভিনয়, রাজন্যাকে সাসপেন্ড করল টিএমসিপি! শাস্তি প্রান্তিককেও

Last Updated:

রাজন্যা এবং প্রান্তিকের উপরে যে দলীয় নেতৃত্ব ক্ষুব্ধ, তা এ দিন বিকেলেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷

কলকাতা: যে আরজি কর কাণ্ড নিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে দল, সেই ঘটনা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে তৃণূলের কোপে পড়লেন দলের ছাত্র সংগঠনের অন্যতম পরিচিত মুখ রাজন্যা হালদার৷ রাজন্যার সঙ্গে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির পদে থাকা ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তীকে৷ এ দিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷
আরজি কর কাণ্ড নিয়েই আগমনী নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন রাজন্যা৷ ছবিটির পরিচালনা করেছেন প্রান্তিক৷ মহালয়ার দিন এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পাওয়ার কথা৷ তার আগেই ব্যবস্থা নিল তৃণমূল ছাত্র পরিষদ৷
advertisement
advertisement
সমাজমাধ্যমে রাজন্যা নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেন৷ নির্যাতিতা চিকিৎসকের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি৷ গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পরই তৃণমূলের ছাত্র সংগঠনের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে ওঠেন রাজন্যা হালদার৷ যাদবপুর-ডায়মন্ড হারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি পদে ছিলেন তিনি৷ দলের ছাত্র সংগঠনের দুই পদাধিকারী আরজি কর কাণ্ডের পটভূমিকায় নির্মিত ছবির সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি একেবারেই ভাল ভাবে নেয়নি শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷ দল বিরোধী কাজের জন্যই দু জনকে সাসপেন্ড করা হয়৷
advertisement
রাজন্যা এবং প্রান্তিকের উপরে যে দলীয় নেতৃত্ব ক্ষুব্ধ, তা এ দিন বিকেলেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajanya Haldar আরজি কর কাণ্ড নিয়ে ছবিতে অভিনয়, রাজন্যাকে সাসপেন্ড করল টিএমসিপি! শাস্তি প্রান্তিককেও
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement