Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় বড় মোড়, রিপোর্ট দিয়ে দিল ইডি! অসুস্থ জ্যোতিপ্রিয়র এবার কী হবে?
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করল ইডি।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করল ইডি।
বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। এই বিশেষ রিপোর্ট আদালতে পেশ করে ইডি। আগামী ২০ নভেম্বর রেশন দুর্নীতি মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থতা প্রাক্তন মন্ত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, একাধিক শারীরিক ভুগছেন জ্যোতিপ্রিয়।
আরও পড়ুন: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ… ময়লার ভ্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
advertisement
advertisement
পাশপাশি, বালুর হাসপাতালে ভর্তি নিয়েও আদালতে প্রশ্ন তুলেছে ইডি। তদন্তকারী সংস্থা হিসেবে তাদের জানানো উচিত ছিল । কিন্তু তাদেরকে জানানো হয়নি বলে আদালতে অভিযোগ করেছে জামিন মামলার রিপোর্ট দেওয়ার সময়।
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করেছে ইডি। এর আগে জুন মাসে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিপ্রিয়। তখনও জামিনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 14, 2024 4:37 PM IST










