Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় বড় মোড়, রিপোর্ট দিয়ে দিল ইডি! অসুস্থ জ্যোতিপ্রিয়র এবার কী হবে?

Last Updated:

Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করল ইডি।

রেশন দুর্নীতি মামলায় বড় মোড়, রিপোর্ট দিয়ে দিল ইডি! অসুস্থ জ্যোতিপ্রিয়র এবার কী হবে?
রেশন দুর্নীতি মামলায় বড় মোড়, রিপোর্ট দিয়ে দিল ইডি! অসুস্থ জ্যোতিপ্রিয়র এবার কী হবে?
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করল ইডি।
বৃহস্পতিবার জ‍্যোতিপ্রিয় মল্লিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। এই বিশেষ রিপোর্ট আদালতে পেশ করে ইডি। আগামী ২০ নভেম্বর রেশন দুর্নীতি মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থতা প্রাক্তন মন্ত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, একাধিক শারীরিক ভুগছেন জ‍্যোতিপ্রিয়।
advertisement
advertisement
পাশপাশি, বালুর হাসপাতালে ভর্তি নিয়েও আদালতে প্রশ্ন তুলেছে ইডি। তদন্তকারী সংস্থা হিসেবে তাদের জানানো উচিত ছিল । কিন্তু তাদেরকে জানানো হয়নি বলে আদালতে অভিযোগ করেছে জামিন মামলার রিপোর্ট দেওয়ার সময়।
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করেছে ইডি। এর আগে জুন মাসে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ‍্যোতিপ্রিয়। তখনও জামিনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় বড় মোড়, রিপোর্ট দিয়ে দিল ইডি! অসুস্থ জ্যোতিপ্রিয়র এবার কী হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement