Menaka Gambhir: মাঝরাতে ইডি দফতরে অভিষেক শ্যালিকা মেনকা, ভুল শুধরে ফের আজই হাজিরার নোটিস

Last Updated:

গত বুধবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷

#অনুপ চক্রবর্তী, কলকাতা: মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে মধ্যরাতে নাটকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিস পাঠালো ইডি৷ কয়লা পাচার কাণ্ডে আজ বেলা সাড়ে বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে তাঁকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে৷
গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকা গম্ভীরকে ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
advertisement
advertisement
সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ ছিল৷ সময়ের জায়গায় পিএম-এর জায়গায় লেখা ছিল এএম৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷
স্বভাবতই অত রাতে নিরাপত্তারক্ষীরা ছাড়া ইডি দফতরে কেউ ছিলেন না৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডি দফতর থেকে ফিরে আসেন মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবী৷ বিষয়টি তাঁরা হাইকোর্টকেও জানাবেন বলে জানান মেনকার আইনজীবী৷
advertisement
এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷ ইডি সূত্রে খবর, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Menaka Gambhir: মাঝরাতে ইডি দফতরে অভিষেক শ্যালিকা মেনকা, ভুল শুধরে ফের আজই হাজিরার নোটিস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement