Abhishek Banerjee: নতুন তৃণমূলে কি পুরনোরা ব্রাত্য? মালবাজারের সভায় বড় বার্তা অভিষেকের

Last Updated:

জুলাই মাসেই ধূপগুড়ির সভায় জানিয়ে ছিলেন মানুষ যেমন চায় তেমন তৃণমূল হবে।

নতুন তৃণমূল নিয়ে বিতর্ক দূর করলেন অভিষেক৷
নতুন তৃণমূল নিয়ে বিতর্ক দূর করলেন অভিষেক৷
#মালবাজার: ধূপগুড়ির পর মালবাজার। কেমন হবে নতুন তৃণমূল কংগ্রেস তার ব্যাখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
জুলাই মাসেই ধূপগুড়ির সভায় জানিয়ে ছিলেন মানুষ যেমন চায় তেমন তৃণমূল হবে। মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই নতুন তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা দিলেন। অভিষেক জানিয়েছেন, তিনি সেই দলের কথা বলছেন, যারা ২০১১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো রাজত্ব করা সিপিএমকে উৎখাত করে ক্ষমতায় এসেছিল। মানুষ সেই তৃণমূলকেই দেখাতে চায়। যে তৃণমূল শ্রমিক-কৃষকের দাবি নিয়ে লড়াই করেছে, তাকে মানুষ দেখতে চায়।
advertisement
একই সঙ্গে অভিষেকের কড়া বার্তা- যদি কেউ ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে, তাহলে দল তাদের পাশে থাকবে না।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘‘১২ জুলাই নতুন তৃণমূলের কথা বলেছিলাম। অনেক জলঘোলা হয়েছে। আমি বলেছিলাম, এমন তৃণমূল গড়তে হবে, যেমন মানুষ চায়।’’
advertisement
advertisement
তাহলে কি নতুন তৃণমূলে পুরনোরা ব্রাত্য? অভিষেক বলেন, ‘‘নতুন তৃণমূল মানে সেখান পুরনোরা থাকবেন না, এমন নয়। সবাই থাকবেন।‘‘ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, ইতিমধ্যেই ব্লক স্তরে পরিবর্তন দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত জুলাই মাস আগে ধূপগুড়ির সভায় অভিষেক নতুন তৃণমূলের বার্তা দেওয়ার পড়েই দলের মধ্যে নতুন- পুরনো তৃণমূল নিয়ে জল্পনা ছড়ায়৷ কয়েকদিন আগে কলকাতায় ইডি জেরার মুখোমুখি হওয়ার পর সেই বিতর্ক দূর করতে একই বার্তা দিয়েছিলেন অভিষেক৷
advertisement
অভিষেকের মতে, ‘‘নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, সেভাবেই তৃণমূলকে প্রতিষ্ঠিত করব। এই ব্লক কমিটি বেরিয়েছে। দেখেছেন কাদের সুযোগ দেওয়া হয়েছে।‘‘ অভিষেকের কথায়, এত বড় সংগঠন ভুলত্রুটি থাকতেই পারে। ভুল সংশোধন করা হচ্ছে। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে তাঁর পাশে দল থাকবে না। কয়েকজন মানুষের জন্য অনেকের মনে দলের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছে। আর সেই কারণেই নতুন তৃণমূল তৈরি করা হচ্ছে।
advertisement
তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন , সাধারণ মানুষের পাশে থাকতে হবে। মাঠে ময়দানে থেকে লড়াই করতে হবে। তিনি জানিয়েছেন  “এমন ভাবে তৈরি হতে হবে যাতে আমাদের গায়ে যাতে কেউ আঁচড় কাটতে না পারে। যত বহিরাগত শক্তি আসুক না কেন, তৃণমূলের গায়ে যেন একটা দাগও কাটতে না পারে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: নতুন তৃণমূলে কি পুরনোরা ব্রাত্য? মালবাজারের সভায় বড় বার্তা অভিষেকের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement