পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরও বাড়ল, হঠাৎ পিংলায় হানা ইডি-র! তুমুল চাঞ্চল্য

Last Updated:

Partha Chatterjee: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে।

আরও বিপদে পার্থ
আরও বিপদে পার্থ
#পিংলা: যেদিন জামিনের জন্য শুনানিতে কেঁদে ভাসালেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিনই পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে ইডির হানা। বুধবার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন ইডির ৫ জনের একটি টিম। তাঁরা স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। শুধু তাই নয়, ইডি-র নজরে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইও।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে। পার্থর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। এরই মধ্যে ইডির নজরে পিংলার বিসিএম স্কুল। এই স্কুলটি পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এই স্কুল বন্ধ ছিল। এখন আবার স্কুল খুলতেই তা সেখানে পৌঁছে যান ইডি।
advertisement
advertisement
এদিকে, বুধবার ভার্চুয়াল শুনাতিতে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই শুনানিতেই কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়েন পার্থ। নিজের সম্মান নিয়ে আশঙ্কায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানি চলাকালীন পার্থ হাউহাউ করে কেঁদে ফেলেন।
advertisement
এদিন শুনানিতে বিচারকের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''আমি রাজনৈতিক চক্রান্তের শিকার, মন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা ছিলাম। আমাকে ন্যায়বিচার দেওয়া হোক। আমাকে জামিন দিন, আমাকে বাঁচতে দিন'। বুধবার ফের আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরও বাড়ল, হঠাৎ পিংলায় হানা ইডি-র! তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement