ED Raid: শ্রমিকদের টাকা প্রতারণা মামলার তদন্ত, সকাল হতেই শহরের একাধিক জায়গায় ইডির হানা
- Written by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতার একাধিক জায়গায় সকাল হতেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: শ্রমিকদের টাকা প্রতারণা মামলায় তদন্তে নামল ইডি। শহর কলকাতার একাধিক জায়গায় সকাল হতেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
ডেল্টা জুটমিলের শ্রমিকদের পিএফের প্রায় ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগকে সামনে রেখে তদন্তে নেমেছে ইডি। শহরের ৪বি কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস এবং মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে ইডি।
advertisement
আগে এই জুট মিলের বিরুদ্ধে শ্রমিকদের কুড়ি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা উঠেছিল বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কোম্পানি আইনের ৪৪৭ ধারায় তদন্তকারী এসএফআইও আধিকারিকদের অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ ছিল পুলিশের এফআইআর-এর ভিত্তিতে বিষয়টির তদন্ত করবে ইডি।
advertisement

এই কোম্পানির বিরুদ্ধে পিএফের টাকা চোট যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কোম্পানির শ্রমিকরা। প্রায় ২০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ছিল এই বিষয়কে সামনে রেখেই শুরু হয় তদন্ত। পরবর্তীতে বিচারপতির নির্দেশ মেনে তদন্তের হাল ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2024 9:30 AM IST










