Sujit Bose: দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদেই রেহাই? মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷
কলকাতা: প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশির পর দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা৷ এ দিন সকাল সাতটা নাগাদ মন্ত্রীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই এ দিন দমকলমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তল্লাশি চলাকালীন প্রায় দেড় ঘণ্টা দমকলমন্ত্রীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা৷
সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই তল্লাশি চালান ইডি কর্তারা৷ বাড়ি ছাড়াও মন্ত্রীর অফিসেও তল্লাশি চালানো হয়৷ মন্ত্রীর বাড়ির সদস্যদেরও সেখানে রাখা হয়েছিল৷ সূত্রের খবর, তল্লাশি চলাকালীন এ দিন একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার জন্য ইডি আধিকারিকদের কাছে অনুরোধ করেন মন্ত্রী সুজিত বসু৷ কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷
advertisement
advertisement
শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷
সূত্রের খবর, সুজিত বসুর বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডি কর্তারা৷ বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন৷ তল্লাশি শেষে সিজার লিস্টও তৈরি করা হয়েছে৷ সন্দেশখালি এবং বনগাঁর ঘটনার পর এ দিন তিন জায়গায় তল্লাশির সময় অতিরিক্ত সতর্ক ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তবে একদিনের তল্লাশিতেই দমকলমন্ত্রী ছাড় পান না কি ফের তাঁকে ই়ডি তদন্তের মুখোমুখি হতে হয়, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2024 9:00 PM IST