Sujit Bose: দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদেই রেহাই? মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি

Last Updated:

শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷

দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি৷
দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি৷
কলকাতা: প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশির পর দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা৷ এ দিন সকাল সাতটা নাগাদ মন্ত্রীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই এ দিন দমকলমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তল্লাশি চলাকালীন প্রায় দেড় ঘণ্টা দমকলমন্ত্রীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা৷
সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই তল্লাশি চালান ইডি কর্তারা৷ বাড়ি ছাড়াও মন্ত্রীর অফিসেও তল্লাশি চালানো হয়৷ মন্ত্রীর বাড়ির সদস্যদেরও সেখানে রাখা হয়েছিল৷ সূত্রের খবর, তল্লাশি চলাকালীন এ দিন একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার জন্য ইডি আধিকারিকদের কাছে অনুরোধ করেন মন্ত্রী সুজিত বসু৷ কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷
advertisement
advertisement
শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷
সূত্রের খবর, সুজিত বসুর বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডি কর্তারা৷ বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন৷ তল্লাশি শেষে সিজার লিস্টও তৈরি করা হয়েছে৷ সন্দেশখালি এবং বনগাঁর ঘটনার পর এ দিন তিন জায়গায় তল্লাশির সময় অতিরিক্ত সতর্ক ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তবে একদিনের তল্লাশিতেই দমকলমন্ত্রী ছাড় পান না কি ফের তাঁকে ই়ডি তদন্তের মুখোমুখি হতে হয়, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujit Bose: দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদেই রেহাই? মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement