Madan Mitra: ফের অসুস্থ মদন মিত্র! এসএসকেএম নয়, আচ্ছন্ন অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল তৃণমূল বিধায়ককে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পরেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি মদনকে৷ নিজের বিধায়ক এলাকা কামারহাটিতেও সময় দিতে পারেননি তিনি৷
কলকাতা: ফের হাসপাতালে নিয়ে যেতে হল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে৷ তৃণমূল বিধায়কের শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে বলেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷ তবে এবার আর এসএসকেএম নয়, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মদনকে৷
সূত্রের খবর, আচ্ছন্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় মদনকে৷ চিকিৎসক সৌরীন পাঁজার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷
advertisement
ডিসেম্বর মাসের শুরুতেই শ্বাসকষ্ট সহ বেশ কিছু সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় মদন মিত্রকে৷ হাসপাতালে থাকাকালীনই কাঁধের হাড় ভাঙে তাঁর৷ গত ১৩ ডিসেম্বর কাঁধে অস্ত্রোপচার হয় মদনের৷ শেষ পর্যন্ত ২২ দিন হাসপাতালে কাটিয়ে গত ২৬ ডিসেম্বর ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক৷
advertisement
তবে এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পরেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি মদনকে৷ নিজের বিধায়ক এলাকা কামারহাটিতেও সময় দিতে পারেননি তিনি৷
শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থায় পুনরায় অবনতি হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ বাইপাস লাগোয়া মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে। মূলত হিমোগ্লোবিন কমে গিয়েছে শরীরে। অসংলগ্নতা রয়েছে বিধায়কের। প্রাথমিকভাবে তাঁকে আপৎকালীন বিভাগে রেখেই চিকিৎসা করছেন চিকিৎসকেরা। বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2024 8:09 PM IST