Ayan Shil Scam: নিয়োগ দুর্নীতিতে বাড়ছে জটিলতা! এবার অয়ন শীলের বিদেশ ভ্রমণের উপর নজর ইডির

Last Updated:

Ayan Shil Scam: ফের মানিক ঘনিষ্ঠ অর্ণব বসুকে তলব সিজিও কমপ্লেক্সে৷ 

অয়ন শীল
অয়ন শীল
কলকাতা, অর্পিতা হাজরা : নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের বিদেশ ভ্রমণের উপর নজর ইডির। অয়ন শীলের পাসপোর্ট, ভিসা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট অথরিটির কাছে চাইতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। বিদেশ ভ্রমণের যাবতীয় খরচ কোথা থেকে পেয়েছিল?  অয়ন শীল আরও কোনও ব্যক্তির খরচ বহন করেছিল কিনা বিদেশ যাত্রায় তাও খতিয়ে দেখছে ইডি।
অয়ন শীল কতবার বিদেশ গিয়েছিলেন? সেই টাকা কোথা থেকে এসেছিল? একজন প্রোমোটার হয়ে কোথা থেকে পেলেন এতো টাকা? জানতে চায় ইডি। অয়ন শীলের ঘনিষ্ঠ, পরিচিত এবং আত্মীয়দের বিদেশ যাত্রারব্যায় ভার গ্রহণ করেছিল অয়ন? কোথা থেকে পেলেন অয়ন এত টাকা? সব তথ্যই খতিয়ে দেখতে চায় তারা।
আরও পড়ুন: রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?আরও পড়ুন: রাজ্যে এবার তৈরি হবে হেলিপোর্ট! বাছাই করা হল তিন জেলা 
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের শনিবার ইডি হেফাজত  শেষ।  ইডির বিশেষ আদালতে পেশ করা হবে অয়ন শীলকে । ইডির তরফে জেল হেফাজতের আবেদন করা হবে। এদিন সিজিও তে মেডিক্যাল টিম আসে, অয়ন শীলের পরীক্ষা করানো পর সিজিও কমপ্লেক্স থেকে থেকে বের করা হয়। ইডি সূত্রে খবর, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকের শিক্ষা বোর্ডের আধিকারিক অর্ণব বসুর  সল্টলেকে বাড়িতে তল্লাশি করে ইডি। তিনি বাড়িতে না থাকায় পাশেই অর্ণব বসুর শশুরবাড়িতে যায় ইডি। এরপর সেখানেও তাঁর দেখা মেলেনি। তখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যায় ইডি। সেখানে অর্ণব বসুকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর তাঁকে শুক্রবার তলব করে ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে রাতে ছেড়ে দেওয়া হয়। শনিবার ফের তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সয়ে। প্রাথমিক শিক্ষা বোর্ডের ক্লার্কের কাজ করতেন অর্ণব। মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ এই অর্ণবএর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ayan Shil Scam: নিয়োগ দুর্নীতিতে বাড়ছে জটিলতা! এবার অয়ন শীলের বিদেশ ভ্রমণের উপর নজর ইডির
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement