Udayan Guha: রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?

Last Updated:

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর টার্গেট কে কে?

রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?
রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?
আবীর ঘোষাল, কলকাতা: বাম আমলে চাকরির অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন প্রাক্তন বাম নেতারা ৷ কিছুদিন আগেই বাম আমলের চাকরির অনিয়ম নিয়ে মুখ খুলেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহ, সেই সময় বামেদের দলীয় নীতি মেনে কীভাবে চাকরি দিয়েছেন, তা নিয়ে মুখ খুলেছিলেন উদয়ন গুহ ৷ আর এর পরেই উদয়নের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে বামেরা ৷ তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, অপমান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী কমল গুহকে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷
১৯৬২ সালে প্রথমবার দিনহাটার বিধায়ক হন কমল গুহ। ১৯৭৭ সাল থেকে ১৪ বছর বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। যদিও এক সময় মতবিরোধের জেরে মন্ত্রিসভায় থাকতে অস্বীকার করেছিলেন তিনি। দলের সঙ্গে মতের অমিল হয় তাঁর। ফরওয়ার্ড ব্লক তাঁকে সাসপেন্ড করলে সমাজবাদী ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। ১৯৯৬ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটে জেতেন। তবে ১৯৯৯ সালে পুরনো দলে ফিরেছিলেন। ২০০১ সালের বিধানভোটে জিতে রাজ্যের কৃষিমন্ত্রীও হন তিনি।
advertisement
advertisement
এই সময়েই চাকরি দুর্নীতি নিয়ে সরব হন প্রয়াত কমল গুহের পুত্র, তথা রাজ্যের বর্তমান মন্ত্রী উদয়ন গুহ ৷ গত ২৫ মার্চ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ‘বাম আমলে দুর্নীতির কথা’ বলতে গিয়ে তাঁর বাবার নাম নেন। তিনি বলেছিলেন ‘‘বামফ্রন্ট আমলে কমল গুহ মন্ত্রী থাকাকালীন বাড়িতেই চাকরির তালিকা তৈরি হত। কোটাতে চাকরি হত। সেই হিসেবে কমল গুহ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।’’
advertisement
এই ঘটনায় উদয়নের বিরুদ্ধে সরব ‘সারা ভারত ফরওয়ার্ড ব্লক’। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘কমল গুহ একজন জননেতা ছিলেন। তাঁর মৃত্যুর ১৫ বছর পর যাঁরা তাঁর বিরুদ্ধে কুৎসা করেন, তাঁরা মানুষ কি না আমাদের জানা নেই। যাঁর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে তিনি দিনহাটার রূপকার। এখনও দিনহাটার মানুষের মনে এবং প্রাণে রয়েছেন কমল। দিনহাটার এমন কোনও মানুষ নেই যিনি কমল গুহকে শ্রদ্ধা করেন না। কিন্তু তাঁর ছেলেই তাঁর বিরুদ্ধে কুৎসা করছেন। আমরা ধিক্কার জানাচ্ছি উদয়ন গুহকে।’’
advertisement
পালটা তোপ দেগেছেন উদয়ন গুহ। তিনি জানিয়েছেন, ‘‘বাম আমলে চাকরি কেলেঙ্কারি ও প্রয়াত কমল গুহর প্রতি কার কত ভালবাসা, রবিবার চৌপথিতে তার ঝাঁপি খুলব।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha: রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement