Jyotipriya Mallick: রেশন দুর্নীতির মামলায় নয়া মোড়! জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করল ইডি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
নগর দায়েরা আদালত সূনগর দায়েরা আদালত সূত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।ত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করল ইডি। সোমবার বিকালে নগর দায়রা আদালতের বিচারকের উপস্থিতিতে জ্যোতিপ্রিয়র হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করা হয়।
জেল হেফাজতে থাকাকালীন ২০২৩ সালের ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয়র হাতে লেখা একটি চিঠি বাজেয়াপ্ত করেছিল পাহারারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মেয়ের হাতে ওই চিঠিটি তুলে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। ওই চিঠিতে শেখ শাহজাহান সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয়। তাদের কাছে সাহায্য মিলবে বলে মেয়েকে লেখা চিঠিতে জ্যোতিপ্রিয় উল্লেখ করেছিলেন। এই চিঠি মামলার গুরুত্বপূর্ণ একটি তথ্য বলেই মনে করছে ইডি।
advertisement
আরও পড়ুন : পথের ধার থেকে দত্তক নেওয়া অনাথ শিশু আজ কিশোরী! ২ প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস ভাবে খুন করল ‘মাকে’
advertisement
পরবর্তীকালে এই চিঠির সূত্র ধরেই শেখ শাহজাহান-সহ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ইডি। মাস কয়েক আগে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারকের কাছে ওই চিঠির ভিত্তিতে জ্যোতিপ্রিয় হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহের আবেদন করেছিল ইডি। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। নগর আদালতের বিচারকের উপস্থিতিতে তা সংগ্রহ করার নির্দেশ দেন। নগর দায়েরা আদালত সূত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 9:05 PM IST