Crime News: পথের ধার থেকে দত্তক নেওয়া অনাথ শিশু আজ কিশোরী! ২ প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস ভাবে খুন করল ‘মাকে’

Last Updated:

Crime News:সেদিনের সেই শিশু আজ ১৩ বছর বয়সি কিশোরী৷ অভিযোগ, দুই যুবকের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করেছে পালিকা মাকে৷

তাঁকে ‘পথের কাঁটা’ ভেবে সরিয়ে ফেলতে চেয়েছিল দত্তক-কন্যা
তাঁকে ‘পথের কাঁটা’ ভেবে সরিয়ে ফেলতে চেয়েছিল দত্তক-কন্যা
ভুবনেশ্বর : পথের ধারে পড়ে থাকা অনাথ সদ্যোজাতকে দত্তক নিয়েছিলেন তিনি৷ সন্তানস্নেহে বড় করে তুলেছিলেন৷ এ বার পেলেন তার ‘প্রতিদান’৷ সেদিনের সেই শিশু আজ ১৩ বছর বয়সি কিশোরী৷ অভিযোগ, দুই যুবকের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করেছে পালিকা মাকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৯ এপ্রিল ওড়িশার গজপতি জেলায় পারালাখেমুন্ডি শহরে ভাড়া বাড়িতে খুন হন ৫৪ বছর বয়সি রাজলক্ষ্মী কর৷ তদন্তকারীদের ধারণা, এই হত্যাকাণ্ডে জড়িত ১৩ বছর বয়সি ওই কিশোরী৷ অষ্টম শ্রেণীর এই ছাত্রীর সঙ্গে চক্রান্তে শামিল ছিল তার দুই পুরুষ বন্ধু৷ ওই দুই বন্ধুর সঙ্গে কিশোরীর সম্পর্ক পছন্দ করতেন না তার পালক-মা৷ তাই তাঁকে ‘পথের কাঁটা’ ভেবে সরিয়ে ফেলতে চেয়েছিল দত্তক-কন্যা৷ একইসঙ্গে সম্পত্তি করায়ত্ত করার অভিসন্ধিও ছিল৷
advertisement
অভিযোগ, রাজলক্ষ্মীকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে দেওয়া হয়৷ তার পর বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ পর দিন তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয়ে যায়৷ এত দূর পর্যন্ত তাঁর মৃত্যু ছিল ‘স্বাভাবিক’৷ মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল হৃদরোগ৷
advertisement
এর পর কেটে গিয়েছে দু’ সপ্তাহ৷ হঠাৎই অভিযুক্ত কিশোরীর মোবাইল ফোন মৃতার ভাইয়ের হাতে পড়ে৷ সেখানে তিনি ইনস্টাগ্রাম চ্যাট দেখে হতবাক হয়ে যান৷ অভিযোগ, সেখানে রাজলক্ষ্মীকে খুনের সব পরিকল্পনা করা হয়েছিল৷ এমনকি, হত্যার মোটিফ হিসেবে সোনার গয়না ও টাকা আত্মসাৎ করার কথাও বলা হয়েছে৷ এর পরই গত ১৪ মে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি৷ তাঁর অভিযোগ এবং ইনস্টাগ্রামে চ্যাটের তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই কিশোরী, ২১ বছর বয়সি পুরোহিত গণেশ রথ এবং তাঁর বন্ধু ২০ বছরের দীনেশ সাউকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে ১৩ বছর আগে ভুবনেশ্বরের পথের ধার থেকে এই অনাথ কন্যাশিশুকে দত্তক নেন সন্তানহীন রাজলক্ষ্মী ও তাঁর স্বামী৷ তার এক বছর পর রাজলক্ষ্মীর স্বামীর মৃত্যু হয়৷ তার পর থেকে তিনি একাই সিঙ্গল মাদার হয়ে দত্তক সন্তানকে বড় করে তোলেন৷ মেয়ের পড়াশোনার জন্য কয়েক বছর আগে পারালাখেমুন্ডি জেলায় ভাড়া বাড়িতে থাকতে চলে আসেন৷ কিছুদিন হল গণেশ ও দীনেশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী৷ এই নিয়ে মায়ের সঙ্গে দেখা দেয় তীব্র টানাপড়েন৷
advertisement
আরও পড়ুন : পাকিস্তানের পাশে থাকার জের! দেশ জুড়ে ‘বয়কট তোপ’! ভারতের ‘এই কাজে’ এ বার পথে বসবে তুরস্ক?
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গণেশের উস্কানিতে মাকে খুন করার সিদ্ধান্ত নেয় ওই কিশোরী৷ সে কিশোরীকে বুঝিয়েছিল মা না থাকলে তাদের সম্পর্ক নিয়ে আপত্তি করার কেউ থাকবে না৷ আবার অন্যদিকে সব সম্পত্তিও চলে আসবে তাদের হাতে৷ তিন জনে চক্রান্ত করে খুন করে হৃদরোগী রাজলক্ষ্মীকে৷ প্রথমে ঘুমের ওষুধ দিয়ে অচৈতন্য করে তার পর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয়৷ রাজলক্ষ্মীর এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকায় মৃত্যুর অস্বাভাবিকতা নিয়ে কোনও সংশয় দেখা দেয়নি৷
advertisement
পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যেই রাজলক্ষ্মীর কিছু গয়না গণেশকে দিয়েছে ওই কিশোরী৷ সেগুলো দিয়ে জুয়া খেলে প্রায় আড়াই লক্ষ টাকাও পেয়েছে সে৷ অভিযুক্তর কাছ থেকে ৩০ গ্রাম সোনা এবং ৩ টে মোবাইল উদ্ধার করেছে পুলিশ৷ পাওয়া গিয়েছে শ্বাসরোধের কাজে ব্যবহৃত দু’টি বালিশও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: পথের ধার থেকে দত্তক নেওয়া অনাথ শিশু আজ কিশোরী! ২ প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস ভাবে খুন করল ‘মাকে’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement