Boycott Turkey: পাকিস্তানের পাশে থাকার জের! দেশ জুড়ে ‘বয়কট তোপ’! ভারতের ‘এই কাজে’ এ বার পথে বসবে তুরস্ক?

Last Updated:
Boycott Turkey:প্রসঙ্গত তুরস্কের দেওয়া ড্রোন ব্যবহার করেই ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোয় আঘাত করা চেষ্টা করেছে পাকিস্তান৷ তার পরও ভারতের কিছু বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এক বেসরকারি তুর্কি সংস্থা৷
1/6
ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করার জের৷ ভারত জুড়ে তুরস্ক-বিরোধী আবহ তৈরি হয়েছে সরকারি ও বেসরকারি মঞ্চে৷ ‘অপারেশন সিঁদুর’-এর পর বিশ্বের দরবারে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল আঙ্কারা৷
ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করার জের৷ ভারত জুড়ে তুরস্ক-বিরোধী আবহ তৈরি হয়েছে সরকারি ও বেসরকারি মঞ্চে৷ ‘অপারেশন সিঁদুর’-এর পর বিশ্বের দরবারে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল আঙ্কারা৷
advertisement
2/6
 প্রসঙ্গত তুরস্কের দেওয়া ড্রোন ব্যবহার করেই ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোয় আঘাত করা চেষ্টা করেছে পাকিস্তান৷ তার পরও ভারতের কিছু বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এক বেসরকারি তুর্কি সংস্থা৷
প্রসঙ্গত তুরস্কের দেওয়া ড্রোন ব্যবহার করেই ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোয় আঘাত করা চেষ্টা করেছে পাকিস্তান৷ তার পরও ভারতের কিছু বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এক বেসরকারি তুর্কি সংস্থা৷
advertisement
3/6
অবশেষে ১৫ মে, বৃহস্পতিবার ওই সংস্থার ভারতে কাজ করার অনুমতি বাতিল করল ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিয়োরিটিজ৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷
অবশেষে ১৫ মে, বৃহস্পতিবার ওই সংস্থার ভারতে কাজ করার অনুমতি বাতিল করল ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিয়োরিটিজ৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷
advertisement
4/6
সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের শরণাপন্ন হয়েছে তুরস্কের ওই সংস্থা সেলেবি এভিয়েশন প্রাইভেট লিমিটেড৷
সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের শরণাপন্ন হয়েছে তুরস্কের ওই সংস্থা সেলেবি এভিয়েশন প্রাইভেট লিমিটেড৷
advertisement
5/6
তুরস্কের সঙ্গে মউ স্থগিত রেখেছে ভারতের একাধিক নামী বিশ্ববিদ্যালয়৷ পর্যটনের ক্ষেত্রেও তুরস্ককে এড়িয়ে চলার আবেদন করেছে বিভিন্ন মহল৷ তুরস্কের থেকে আমদানি বন্ধ রেখেছে রাজস্থানের একাধিক মার্বেল সংস্থা ও পুণের আপেল ব্যবসায়ীরা৷
তুরস্কের সঙ্গে মউ স্থগিত রেখেছে ভারতের একাধিক নামী বিশ্ববিদ্যালয়৷ পর্যটনের ক্ষেত্রেও তুরস্ককে এড়িয়ে চলার আবেদন করেছে বিভিন্ন মহল৷ তুরস্কের থেকে আমদানি বন্ধ রেখেছে রাজস্থানের একাধিক মার্বেল সংস্থা ও পুণের আপেল ব্যবসায়ীরা৷
advertisement
6/6
ভিন্ন ভ্রমণ সংস্থা তুরস্কে বেড়াতে যাওয়ার ব্যবস্থা বন্ধ রেখেছে৷ তুরস্কে ছবির শ্যুটিং না করার অনুরোধ করেছেন সিনেকর্মীরা৷
ভিন্ন ভ্রমণ সংস্থা তুরস্কে বেড়াতে যাওয়ার ব্যবস্থা বন্ধ রেখেছে৷ তুরস্কে ছবির শ্যুটিং না করার অনুরোধ করেছেন সিনেকর্মীরা৷
advertisement
advertisement
advertisement