Eastern Railway: লাইনে বাইক ফেলে পালালেন যুবক, গ্রেফতার! রেলপথে বেআইনি অনুপ্রবেশ নিয়ে 'বড়' সতর্কতা
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রেলপথে অনুপ্রবেশের সাম্প্রতিক ঘটনা ট্রেন পরিষেবা ব্যাহত করছে, যা রেল অপারেশনের জন্য বিপজ্জনক।
কলকাতা: গত ২৭ মার্চ চম্পাহাটি এলাকায় লাইনে বাইক ফেলে দিয়ে পালায় এক ব্যক্তি৷ সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ট্রেন৷ এমারজেন্সি ব্রেক কষে ট্রেন থামানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পরে সেই বাইককে ট্রেনের নীচ থেকে বার করা হয়৷ অবশেষে সেই ঘটনায় অভিযুক্ত বাইক আরোহী সুদীপ্ত মিস্ত্রিকে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় রেল আইনের ১৭৪ বি, ১৫৩ ও ১৪৭ নম্বর ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে৷
রেলপথে অনুপ্রবেশের সাম্প্রতিক ঘটনা ট্রেন পরিষেবা ব্যাহত করছে, যা রেল অপারেশনের জন্য বিপজ্জনক। রেলপথে অনুপ্রবেশ একটি গুরুতর সমস্যা যা ব্যক্তিগত নিরাপত্তা, সমাজ এবং সামগ্রিক রেল পরিষেবার ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটি একটি সামাজিক অভিশাপ, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি যদি দুর্ঘটনাগুলি প্রাণঘাতী না হয়, তবুও তা গুরুতর আঘাত ও স্থায়ী অক্ষমতার সৃষ্টি করে, যা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে দীর্ঘমেয়াদী দুর্ভোগে ফেলে। এতে রেল পরিষেবা ব্যাহত করে, যার ফলে ট্রেন চলাচলে দেরি ও বাতিলের ঘটনা ঘটে। লক্ষাধিক দৈনিক যাত্রী ও রেল ব্যবহারকারীদের ভোগান্তির কারণ হয়।
advertisement
advertisement
সম্প্রতি সোদপুর ও চম্পাহাটি এলাকায় রেলপথে অনুপ্রবেশজনিত পরপর দুর্ঘটনা ট্রেন পরিষেবায় মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করেছে। এই ঘটনাগুলির ফলে ট্রেন চলাচলে ব্যাপক বিলম্ব হয়েছে, যা নিয়মিত যাত্রীদের অসন্তুষ্টি বাড়িয়েছে। রেল কর্তৃপক্ষ বারবার ঘটতে থাকা এই অনুপ্রবেশজনিত ঘটনাগুলি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিয়ালদহ বিভাগ সাধারণ জনগণের কাছে আবেদন জানাচ্ছে, ‘রেললাইনের ওপর দিয়ে চলাফেরা থেকে বিরত থাকুন। রেলপথে অনুপ্রবেশ বেআইনি এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। যারা এই অপরাধে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ রেল কর্তৃপক্ষ এই সুযোগে সাধারণ মানুষকে নিরাপদ বিকল্প ব্যবহারের জন্য অনুরোধ করছে, যেমন—ফুট ওভারব্রিজ, লিমিটেড হাইট সাবওয়ে এবং বৈধ লেভেল ক্রসিং।শিয়ালদহ বিভাগ স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের সঙ্গে একযোগে কাজ করছে, যাতে মানুষকে রেললাইনে হাঁটার বিপদ সম্পর্কে সচেতন করা যায়। ডিআরএম দীপক নিগম জনগণের কাছে আবেদন করেছেন, যাতে তাঁরা এই প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করেন এবং রেললাইনে হাঁটা থেকে বিরত থাকেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 9:52 AM IST