East-West Metro Fare Chart: মাত্র ৫ টাকা থেকেই শুরু! এক টিকিটেই 'কলকাতা ভ্রমণ' গঙ্গার তলার মেট্রোতে, কোন স্টেশনে কত ভাড়া? রইল তালিকা
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
East-West Metro Fare Chart: আর মাত্র কয়েকদিন, সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মার্চ উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট। ইতিমধ্যেই ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দেখে নিন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্ভাব্য ভাড়ার তালিকা।
আর মাত্র কয়েকদিন, সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মার্চ উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট। ইতিহাস তৈরি করেছে দেশের প্রথম গঙ্গার তলা দিয়ে এই মেট্রো। এই পথে পারাপার করতে খরচ হবে মাত্র পাঁচ টাকা। হাওড়া স্টেশন হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন ১১৪ ফুট নিচে মাটির তলায় অবস্থিত।
এক টিকিটে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রো ব্যবহার করতে পারবেন যাত্রীরা তাও আবার একই স্মার্ট কার্ড ব্যবহার হবে। আগামী ৬ মার্চ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই দিনই উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৬ মার্চ উদ্বোধন হলে, আগামী ৭ তারিখ থেকে যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে আরও দুই মেট্রো প্রকল্পে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে।ইতিমধ্যেই ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দেখে নিন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্ভাব্য ভাড়ার তালিকা,
advertisement

advertisement
হাওড়া থেকে হাওড়া ময়দান-৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড-১০ টাকা৷ হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান- ১৫ টাকা৷

হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড-২০ টাকা৷ হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক- ২০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার- ২৫ টাকা৷ হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট)- ২৫ টাকা৷
advertisement

হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া- ৩০ টাকা৷ হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া)- ৩০ টাকা৷ ৷ হাওড়া থেকে সত্যজিৎ রায়- ৩৫ টাকা৷

advertisement
হাওড়া থেকে দমদম ক্যান্টমেন্ট- ৪০ টাকা৷ হাওড়া থেকে সদ্য চালু হওয়া কবি সুকান্ত, জ্যোতিরিন্দ্র নন্দী- ৪০ টাকা৷ হাওড়া থেকে সদ্য চালু হওয়া নিউ গড়িয়া- রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায়- ৫০ টাকা৷
advertisement
গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফরের জন্য মুখিয়ে আছেন গোটা রাজ্যের মানুষ৷ উদ্বোধনের আগে চোখ বুলিয়ে নিন হাওড়া থেকে মেট্রোর বিভিন্ন স্টেশনে যাতায়াতের ভাড়ার তালিকাতে৷ উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় নতুন তৈরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের নামও রয়েছে৷ নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পথও অনেকটাই তৈরি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 6:01 PM IST