DVC: জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি... নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান মুখ্য সচিব। অন্যদিকে ডিভিসির তরফে জানানো হয়েছে সেচ দফতর ও রাজ্যের সঙ্গে সমন্বয়ে রেখেই জল ছাড়া হবে। না জানিয়ে জল ছাড়া হবে না।
কলকাতা: জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি। শুক্রবার থেকে ৫৫ হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে। একাধিক নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্য়সচিব, এমনটাই নবান্ন সূত্রে খবর।
জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান মুখ্য সচিব। অন্যদিকে ডিভিসির তরফে জানানো হয়েছে সেচ দফতর ও রাজ্যের সঙ্গে সমন্বয়ে রেখেই জল ছাড়া হবে। না জানিয়ে জল ছাড়া হবে না।
advertisement
advertisement
ডিভিসি অবশ্য জানিয়েছে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। প্রসঙ্গত, নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রভাবে দু’-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণধারা। রোদের তেজ নেই। আগামী দু’দিন গোটা বাংলায় একই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 10:25 AM IST










