রাজ্যের সঙ্গে আলোচনা নয়, জলাধারগুলি থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে

Last Updated:

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ডিভিসি জলাধারগুলি থেকে ৬০ হাজার কিউসেক জল ছেড়েছে বলে অভিযোগ করল রাজ্য।

News18
News18
কলকাতা: রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ফের জল ছাড়ার অভিযোগ। রবিবার রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ডিভিসি জলাধারগুলি থেকে ৬০ হাজার কিউসেক জল ছেড়েছে বলে অভিযোগ করল রাজ্য।
“এটা খুব দুর্ভাগ্যজনক। রাজ্যের পরিস্থিতি না বিচার করে ও আলোচনা না করেই ডিভিসি জলাধারগুলি থেকে এইভাবে জল ছাড়ল। ডিভিসিকে অনুরোধ করা সত্ত্বেও সেই অনুরোধ উপেক্ষা করা হয়। ডিভিসি জলাধারগুলি থেকে এই পরিমাণ জল ছাড়া দরুণ ফের বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যে বেশ কয়েকটি নদীর জল বিপদ সীমার স্তরে রয়েছে। ডিভিসির জল ছাড়ার দরুণ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক অংশ নতুন করে প্লাবিত হতে পারে। এইরকম আচরণের জন্য অতীতে ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধি তুলে নেওয়া হয়েছিল। এটা মনে রাখবেন আপনারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। জল ছাড়ার পরিমাণ কমান।”
advertisement
advertisement
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে। ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরও বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের সঙ্গে আলোচনা নয়, জলাধারগুলি থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement