Durga Puja 2025: ঐতিহ্যের নতুন ছন্দ, পুজো জমজমাট ছোটদের ধুনুচি নাচে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এত বছর ধরে, ধুনুচির গন্ধে আর ঢাকের তালে প্রতিটি প্যান্ডেল যখনই হয়ে নাচের মঞ্চ হয়ে উঠেছে, সেই আনন্দ শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এ বছর সেই ছবিটা অন্যরকম ৷
কলকাতা: বাঙালির কাছে দুর্গাপুজো এক চলমান সাংস্কৃতিক ঐতিহ্য। তাই তো প্রতি বছর এই উৎসব নতুন রূপে ফিরে আসে। এই পঞ্চমীর সন্ধ্যাবেলা আমাদের চিরচেনা ধুনুচি নাচের সেরকমই এক নতুন রূপ দেখা গেল আহিরীটোলা সর্বজনীনের পুজোয়। এত বছর ধরে, ধুনুচির গন্ধে আর ঢাকের তালে প্রতিটি প্যান্ডেল যখনই হয়ে নাচের মঞ্চ হয়ে উঠেছে, সেই আনন্দ শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এ বছর সেই ছবিটা অন্যরকম ৷
Nestle NANGROW-র এখনকার মূল ভাবনা — No to Oh with Nestlé NANGROW এই পুজোয় এক সাংস্কৃতিক ঐতিহ্যের আলোয় নতুন করে সেই বার্তা তুলে ধরা হল। এই প্রথমবার, ধুনুচি নাচকে Nestlé NANGROW রাঙিয়ে দিল ছোট্টদের দুষ্টুমি আর অ্যাডভেঞ্চারের রঙে।
advertisement
advertisement

পুজোর বড় মঞ্চে ছোটদেরও জায়গা করে দিতে, আর তাদের বেড়ে সাত রকম লক্ষণ বাঁ 7 signs of growth-কে সেলিব্রেট করতে, Nestlé NANGROW তৈরি করেছে Dhunuchi Junior — এক মজাদার, অভিনব, বাচ্চাদের জন্য নিরাপদ ধুনুচি, যা চলে জলের সাহায্যে, আর বানানো হয়েছে একেবারে বাচ্চাদের কথা ভেবে। এই প্রথমবার, বাচ্চারা বাবা-মায়ের হাত ধরে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী ধুনুচি নাচে আর উৎসবে যোগ করেছে এক নতুন ছন্দ।
advertisement
বেড়ে ওঠার সাতকাহন
শিশুর শরীর ও মনের সঠিক বিকাশের জন্য সঠিক পুষ্টির কোনও বিকল্প নেই। তাই Nestlé NANGROW-এ আছে DHA, Whey Protein, Vitamin D আরও অনেক জরুরি পুষ্টি উপাদান, যা বাচ্চাদের 7 signs of growth –এ সাহায্য করে।
advertisement
আহিরিটোলা সর্বজনীনে জমজমাট পঞ্চমী
২৭শে সেপ্টেম্বর, পঞ্চমীর বিকেল ৫টা। উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীনের প্যান্ডেলে তখন ঢাকের তালে তালে আছড়ে পড়ছে জনসমুদ্র । দর্শকেরা অপেক্ষা করছেন এক ‘first-ever’ মুহূর্তের জন্য – যখন ৫ জন শিশু আর তাদের মা-বাবা একসঙ্গে ধুনুচি নাচে মাতিয়ে তুলবেন মঞ্চ।
শুরু হল ঢাকের বাদ্যি, আলো পড়ল মঞ্চে, আর ছোট্ট পা-গুলো তাল মেলাতে লাগল সেই চিরাচরিত ছন্দে, ছোট্ট ধুনুচি হাতে নিয়ে। মা-বাবার সঙ্গে মিলিয়ে একেকটা স্টেপ, একেকটা হাসিতে ঐতিহ্য আর নতুন প্রজন্মের উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। দর্শকদের হাততালি, উল্লাস – সব মিলিয়ে এক তৈরি হল অসাধারণ আবহ।
advertisement
ট্রেন্ড আর ট্র্যাডিশনের হাত মেলানো
দুর্গাপুজো শুধু সাজসজ্জা আর আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে পুরনো ঐতিহ্য মিশে যায় নতুন সম্ভাবনার সঙ্গে। সেই সম্ভাবনার মোড়ে দাঁড়িয়ে Nestlé NANGROW ভেবেছে এক নতুন দিক — এমন এক ধুনুচি নাচ, যেখানে বয়সের দেয়াল ভেঙে যায়।
‘No’ থেকে ‘Oh’
প্রতিটি বাচ্চারই স্বপ্ন থাকে ধোঁয়া ওঠা ধুনুচি হাতে নিয়ে ঢাকের তালে তালে নাচার। কিন্তু সাবধানী বাবা-মায়েদের কাছ থেকে শোনা যায় জোরালো ‘না’। Nestlé NANGROW-এর বিশেষ উদ্যোগ Dhunuchi Junior সেই ‘না’-কে বদলে দিয়েছে অবাক করা ‘হ্যাঁ!’-তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2025 5:38 PM IST