Durga Puja 2024: পুজোর শুরু আজ থেকেই! বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী! জেনে নিন

Last Updated:

Durga Puja 2024: মহালয়ার দিন থেকেই পুরোদমে পুজো উদ্বোধন কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর কলকাতা ও বেহালা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী!
বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী!
কলকাতাঃ মহালয়ার দিন থেকেই পুরোদমে পুজো উদ্বোধন কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর কলকাতা ও বেহালা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে উত্তর কলকাতারও এবার কয়েকটি পুজো মন্ডপ যুক্ত হয়েছে গত কয়েকবারের নিরিখে। আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর আগামীকাল চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় প্রায় ৩৫০ টির ও বেশি পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ছয়টি পুজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাবু বাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণী। এছাড়াও সেলিমপুর পল্লীর ও পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আগামী ৩রা অক্টোবর মোট ১৫টি পুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে উত্তর কলকাতার “টালা প্রত্যয়” দিয়ে ৩ তারিখের পুজো উদ্বোধনের কর্মসূচি শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। ৩ তারিখের কর্মসূচিতে দক্ষিণ কলকাতার ও বেহালার একাধিক পুজো কমিটি থাকছে। যার মধ্যে বেহালা নতুন দল, বেহালার বরিষা-এর পাশাপাশি আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলিও রয়েছে তালিকায়। নবান্ন সূত্রে খবর ৪ঠা অক্টোবর ও মোট ১২ টি পূজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব,  মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি।
advertisement
৫ই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৬ টি পূজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ৬৪ পল্লী, ২২ পল্লী, বকুলবাগান-সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব। ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন। মূলত আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন আগামী ৬ই অক্টোবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা গত কয়েকবারের তুলনায় সংখ্যা বাড়ল বলেই মত প্রশাসনিক মহলের। প্রসঙ্গত গতবছর পা-এ চোট থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যেই এবারের পুজো উদ্বোধন এর প্রস্তুতি ও শুরু হয়েছে বলেই জানা গেছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2024: পুজোর শুরু আজ থেকেই! বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী! জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement