Partha Chatterjee: জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে পার্থ! সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট

Last Updated:

Partha Chatterjee: এবার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজাবী মুকুল রোহাতগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
কলকাতাঃ এবার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজাবী মুকুল রোহাতগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি। তদন্ত কবে শেষ হবে সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই। সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি গরুপাচার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরেছেন কেষ্ট মণ্ডল। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে।
advertisement
advertisement
সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।
সোমবার নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে ইতিমধ্যেই সিবিআই-এর তরফে এই আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুজনকেই আদালতে হাজির করানোর সম্ভাবনা আছে। সূত্রের খবর আজই ‘শোন অ্যারেস্ট’ করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে।
advertisement
সূত্রের খবর, নগর ও দায়রা আদালতে আজ, মঙ্গলবার পার্থ ও অয়নকে তোলা হবে। শুনানির পর তাঁদের হেফাজতে পেতে পারে সিবিআই। সকাল সাড়ে দশটা নাগাদ কোর্টে নিয়ে আসা হবে দুজনকে। ১২ টায় শুনানি শুরু হবে বলেই সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে পার্থ! সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement