Durga Puja 2022: দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণার পথে মুখ্যমন্ত্রী? বাইশে মেগা বৈঠক! জেলার পুজো কমিটিদেরও ভার্চুয়ালি বৈঠকে ডাক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022: ইউনেস্কোর তরফে দুর্গা পুজোর ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে। তাকে কেন্দ্র করে এবার পুজো নিয়ে বড় পরিকল্পনায় নামছে নবান্ন।
#কলকাতা: পুজো নিয়ে বড় পরিকল্পনা নবান্নের l ২২ তারিখে দুর্গাপুজো নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গাপুজো নিয়ে বৈঠকে বিভিন্ন জেলা থেকে ব্লক ও মিউনিসিপালিটি স্তরের পুজো কমিটি গুলিকে যোগ দিতে নির্দেশ। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হল বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপ্যালিটি স্তরের পুজো কমিটিগুলোকে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেও বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপালিটি স্তরে পুজো কমিটি গুলোর সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর তরফে দুর্গা পুজোর ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে। তাকে কেন্দ্র করে এবার পুজো নিয়ে বড় পরিকল্পনায় নামছে নবান্ন।
advertisement
advertisement
এডিজি আইন শৃঙ্খলা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব বৈঠক করেন জেলাগুলি জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত গত বছরই পশ্চিমবঙ্গের দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই মতো এ বার দুর্গা পুজোকে সামনে রেখে পুজোর আগেই মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল শহরের তিনটি প্রান্ত থেকে শুরু হয়ে যাবে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। আর এখানেই থাকবে দুর্গা পুজোর নানান রঙ। উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি। থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল সব ।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন, দুর্গাপুজো যে শুধু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, তাই নয়। এর একটা ব্যবসায়িক দিকও আছে। দুর্গা পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়। বহু মানুষের জন্য দুর্গাপুজো সারা বছরের মধ্যে আয়ের প্রধান স্থল। এর বাইরেও একটা বৃহৎ অর্থনীতি, মানুষের পরিশ্রম এর সঙ্গে জড়িত। আগামী ১ সেপ্টেম্বরের মিছিলে সেটাকেও উপস্থাপন করার চেষ্টা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 4:47 PM IST

