Durga Puja 2022: পুজোয় পর্যটকদের বড় পাওনা, পুজোর আগেই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে বড় পরিকল্পনা নবান্নের

Last Updated:

এতদিন সারা দেশের মধ্যে সর্বাধিক হোমস্টে ছিল মহারাষ্ট্রে। এখন পশ্চিমবঙ্গ তাকে পিছনে ফেলে দিয়েছে।

Tourism during Durga Puja 2022 - Photo- Collected
Tourism during Durga Puja 2022 - Photo- Collected
#কলকাতা: অতিমারি কালে গত দু’বছর রাজ্যের পর্যটন ব্যবসা লোকসানের সন্মুখীন হয়েছে। তাই পর্যটকদের কাছে এবার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষনীয় করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব পর্যটন কেন্দ্রিক জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন। যাতে পর্যটক পরিষেবার কোনও ত্রুটি না থাকে। উপযুক্ত নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে।
প্রত্যকটি পর্যটন কেন্দ্রেই অন্তত আট থেকে দশটি কিয়ক্সের ব্যবস্থা করতে বলা হয়েছে। যেখানে তন্তুজ,মঞ্জুষা,স্বনির্ভর গোষ্ঠী তাদের করুশিল্প, হস্তশিল্প, হ্যান্ডলুম, বাংলার তাঁতকে পর্যটকদের কাছে তুলে ধরতে পারে। বিক্রি করা হয় পর্যটন কেন্দ্র গুলির ছবি আকারে টি-শার্ট সহ নানা স্মরনিকা।
advertisement
রাজ্য সরকারের বক্তব্য,ওড়িশা, গোয়া, কেরল সহ বহু রাজ্য রয়েছে পর্যটন কেন্দ্রগুলিতে নানা স্মরণিকা বিক্রির ব্যবস্থা রয়েছে। যা পশ্চিমবঙ্গের কোনও পর্যটন কেন্দ্রে সচরাচার দেখা যায় না। অথচ এই স্মারণিকা নিয়ে ভালো ব্যবসা হতে পারে। তাই এবার পঞ্চায়েতের হাতে থাকা আনন্দধারার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কাজে উৎসাহিত করা হচ্ছে।
advertisement
রাজ্য্য সরকারের বক্তব্য, চিরাচরিত পর্যটন কেন্দ্রগুলি ছাড়াও বহু জায়গায় লোকশিল্পকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা বেড়েছে। বিদেশি পর্যটকরাও সেখানে যাচ্ছেন। মূলত কিছু সংস্থার উদ্যোগে এই কেন্দ্রগুলি আত্মপ্রকাশ করেছে। জেলাশাসকদের এই সব কেন্দ্রে পর্যটকদের পরিষেবার উপযুক্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে নবান্ন। এ ব্যাপারে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে বলা হয়েছে। এছাড়াও হোমস্টের ব্যবস্থা করতে বলা হয়েছে।
advertisement
রাজ্য সরকার ইতিমধ্যেই ১৭০৪ টি হোমস্টেকে স্বীকৃতি দিয়েছে। যা পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থানের নয়া দিক নির্দেশ করেছে। এতদিন সারা দেশের মধ্যে সর্বাধিক হোমস্টে ছিল মহারাষ্ট্রে। এখন পশ্চিমবঙ্গ তাকে পিছনে ফেলে দিয়েছে। জেলাশাসকদের নবান্নর পরমার্শ এই হোমস্টেতে যেন উপযুক্ত পরিষেবা ও নিরাপত্তা থাকে। রাজ্য সরকার এজন্য তাদের দেড়লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে। সে ক্ষেত্রে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে পুজোর আগেই পর্যটকদের কাছে বাড়তি পাওনাই হতে চলেছে। পর্যটন কেন্দ্রগুলিতে এই ধরনের স্টল বা কিয়স্ক।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: পুজোয় পর্যটকদের বড় পাওনা, পুজোর আগেই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে বড় পরিকল্পনা নবান্নের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement