Dumdum & Bidhannagar Stations: দমদম ও বিধাননগর স্টেশনে নতুন বন্দোবস্ত! এ বার কোন ট্রেন দাঁড়াবে কোন প্ল্যাটফর্মে, জেনে নিন

Last Updated:

Dumdum & Bidhannagar Stations: রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি ট্রেন অপারেশনে তাদেরও মিলবে সুবিধা।

রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের
রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের
কলকাতা :  কিছুদিন আগেই শিয়ালদহ স্টেশনে এমন প্ল্যাটফর্ম আলাদা করে দেওয়া হয়েছিল। এবার বিধাননগর ও দমদম স্টেশনেও তা করে দেওয়া হল। রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি ট্রেন অপারেশনে তাদেরও মিলবে সুবিধা।
বিধাননগর স্টেশন —
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি, আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।
advertisement
দমদম স্টেশন—
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। কলকাতা স্টেশন থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। ব্যারাকপুরগামী সার্কুলার লাইনে সাব আরবান ট্রেন (ভায়া দমদম জংশন) ৪ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে।
advertisement
advertisement
আরও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য বড় খবর! এ বার রবিবারও শিয়ালদহ থেকে এসি লোকাল! ক্যান্টনমেন্ট-বনগাঁ নতুন ট্রেন! জানুন সময়সূচি!
শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। বিধাননগর ও দমদম দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। ফলে এই বিশেষ ব্যবস্থা কার্যকরী করা হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dumdum & Bidhannagar Stations: দমদম ও বিধাননগর স্টেশনে নতুন বন্দোবস্ত! এ বার কোন ট্রেন দাঁড়াবে কোন প্ল্যাটফর্মে, জেনে নিন
Next Article
advertisement
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
  • ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা

  • ২২ বছর পর বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের

  • ১-০ গোলে হার ভারতের

VIEW MORE
advertisement
advertisement