Dumdum & Bidhannagar Stations: দমদম ও বিধাননগর স্টেশনে নতুন বন্দোবস্ত! এ বার কোন ট্রেন দাঁড়াবে কোন প্ল্যাটফর্মে, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dumdum & Bidhannagar Stations: রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি ট্রেন অপারেশনে তাদেরও মিলবে সুবিধা।
কলকাতা : কিছুদিন আগেই শিয়ালদহ স্টেশনে এমন প্ল্যাটফর্ম আলাদা করে দেওয়া হয়েছিল। এবার বিধাননগর ও দমদম স্টেশনেও তা করে দেওয়া হল। রেল আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি ট্রেন অপারেশনে তাদেরও মিলবে সুবিধা।
বিধাননগর স্টেশন —
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি, আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।
advertisement
দমদম স্টেশন—
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। কলকাতা স্টেশন থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। ব্যারাকপুরগামী সার্কুলার লাইনে সাব আরবান ট্রেন (ভায়া দমদম জংশন) ৪ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে।
advertisement
advertisement
আরও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য বড় খবর! এ বার রবিবারও শিয়ালদহ থেকে এসি লোকাল! ক্যান্টনমেন্ট-বনগাঁ নতুন ট্রেন! জানুন সময়সূচি!
শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। বিধাননগর ও দমদম দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। ফলে এই বিশেষ ব্যবস্থা কার্যকরী করা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 10:17 AM IST

