কলকাতায় ঢোকা-বেরনোর পথে বড় বদল! গাড়ি নিয়ে যারা আসবেন, কী করবেন? জানিয়ে দিল পুলিশ

Last Updated:

রাস্তা সম্প্রসারণের কাজ চলছে আর তার জেরেই বাণিজ্যিক গাড়ি গুলি অন্য রাস্তা দিয়ে শহরে প্রবেশ করানোর কথা জানাল কলকাতা পুলিশ। হাইওয়েতে ৬ লেনের রাস্তা সম্প্রসারণের জন্য কলকাতামুখী যে সমস্ত পণ্যবাহী গাড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে হুগলি সেতু হয়ে কলকাতায় ঢুকত সেই গাড়িগুলি এখন থেকে নিবেদিতা সেতু হয়ে ডানলপ বিটি রোড দিয়ে কলকাতায় প্রবেশ করবে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।

চলছে রাস্তা সম্প্রসারণের কাজ তাই ঘুরপথে চলবে বাণিজ্যিক গাড়ি। (Picture Courtesy: AFP)
চলছে রাস্তা সম্প্রসারণের কাজ তাই ঘুরপথে চলবে বাণিজ্যিক গাড়ি। (Picture Courtesy: AFP)
কলকাতা: রাস্তা সম্প্রসারণের কাজ চলছে আর তার জেরেই বাণিজ্যিক গাড়ি গুলি অন্য রাস্তা দিয়ে শহরে প্রবেশ করানোর কথা জানাল কলকাতা পুলিশ।
হাইওয়েতে ৬ লেনের রাস্তা সম্প্রসারণের জন্য কলকাতামুখী যে সমস্ত পণ্যবাহী গাড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে হুগলি সেতু হয়ে কলকাতায় ঢুকত সেই গাড়িগুলি এখন থেকে নিবেদিতা সেতু হয়ে ডানলপ বিটি রোড দিয়ে কলকাতায় প্রবেশ করবে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
এরপরেও যদি সেখানে গাড়ির চাপ বাড়ে তাহলে পরবর্তীতে দ্বিতীয় পরিকল্পনায় বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে বাইপাস ধরে বাণিজ্যিক গাড়ি গুলিকে কলকাতায় প্রবেশ করানোর কথা চিন্তা করা হবে জানানো হয়েছে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে কলকাতা ট্র্যাফিক পুলিশের এক আধিকারিক বলেন, “কয়েক মাস ধরে কোনা এক্সপ্রেসেওয়েতে কাজ চলছে। আমরা এতদিন ধরে যান নিয়ন্ত্রণ করছিলাম।
advertisement
এখন সাঁতরাগাছি তে কাজ হওয়ার জন্য রাস্তা সরু হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে, অনেক বাণিজ্যিক যানবাহন যেগুলো যাওয়া আসা করে।”
তিনি আরও বলেন, “মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেই কারণে কলকাতা পুলিশের সঙ্গে আমরা একটি টিম গঠন করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছে।”
advertisement
একইসঙ্গে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্যিক গাড়ি গুলি দিল্লি রোড এর বদলে মাইতি পাড়া থেকে ডানলপ হয়ে থাকে টালা দিয়ে ঢোকানো হবে। কোনো এক্সপ্রেসেওয়েতে যাতে চাপ না থাকে, তাই দুপুরবেলায় যে স্বল্প পণ্যবাহী গাড়ি কলকাতায় প্রবেশ করত সেগুলোকে আপাতত বন্ধ করা হবে।
advertisement
আগামী ১০ তারিখ থেকেই বন্ধ থাকবে এই পণ্যবাহী গাড়ি চলাচল। কাজ শেষ হওয়ার পরই আবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই এক্সপ্রেসওয়ের কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ঢোকা-বেরনোর পথে বড় বদল! গাড়ি নিয়ে যারা আসবেন, কী করবেন? জানিয়ে দিল পুলিশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement